এ ছাড়া ঘটেছে ভাঙচুরের ঘটনা। পিকেটিংয়ের অভিযোগে পুলিশ জেলার ফরিদগঞ্জ থেকে বিএনপির চারজন কর্মীকে আটক করেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকালে শহরের বিভিন্ন সড়কে হরতালের সমর্থনে গাছ ও গাছের গুঁড়ি ফেলে অবরোধ সৃষ্টি করে হরতালকারীরা। এতে চাঁদপুর-কুমিল্লা সড়ক, চাঁদপুর-মতলব পেন্নাই সড়ক ও ফরিদগঞ্জ- রায়পুর সড়কে ভোর থেকে সকাল সাড়ে সাতটা পর্যন্ত সড়ক যোগাযোগ বিচ্ছিন ছিল। খবর পেয়ে পুলিশ অবরোধ সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
হরতালের সমর্থনে শহরে খণ্ড খণ্ড মিছিল হয়েছে। রাস্তায় ছোট যানবাহন চলাচলা করলেও দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
চাঁদপুরের পুলিশ সুপার আমির জাফর প্রথম আলো ডটকমকে জানান, হরতালে নাশকতা এড়াতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। চাঁদপুরের ফরিদগঞ্জ থেকে বিএনপির চারজন কর্মীকে আটক করেছে পুলিশ।
শিরোনাম:
সোমবার , ১৭ মার্চ, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৩ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।