শাহরিয়ার খাঁন কৌশিক ॥ চাঁদপুর শহরের হাজী মহসিন রোডের গাজী আবাসিক হেটেলে মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে পতিতা,খদ্দর ও ম্যানেজারসহ ৪ আটক জনকে আটক করেছে। আজ মঙ্গলবার দুপুরে আটকৃতদের ভ্রমমান আদালতের মাধ্যমে অর্থদন্ড করে মুছলেখা রেখে ছেড়ে দেওয়া হয়েছে। আটকৃতরা হল, শাহারাস্তি জেলার হাড়াইপাড়ার মোহম্মদ হোসেনের ছেলে আবু নাছের(২৬), মকবুল হোসেনের ছেলে ইসমাইল হোসেন(১৮), বলাখালের সাহাদাত পাটওয়ারীর স্ত্রী শিল্পি বেগম(২০),ও হোটেল ম্যানেজার শরিয়তপুর জেলার দক্ষিন তারাবুনিয়ার মঞ্জুর আনার ছেলে বিল্লাল হোসেন(৩৮)। ভ্রম্যমান আদালত পরিচালনা করেন সদর ভূমি কর্মকতা(এসিলেন্ড)চৌধুরি আশরাফুল করিম। পুলিশ জানায়, শহরের বেশ কয়েকটি হেটেলে দির্ঘদিন যাবত অনৈতিক কার্যকলাপ চলে আসছে। ভ্রসমান পতিতারা খদ্দর নিয়ে হেটেলে গিয়ে এই কাজে লিপ্ত হচ্ছে। এছাড়া স্কুল কলেজের মেয়েরা ও ছেলেরা বিয়ের প্রলোভন দেখিয়ে হেটেলে গিয়ে অনৈতিক কার্যকলাপ করে আসছে। এই সংবাদের ভিতিতে পুলিশ খবর পেয়ে হাজী মহসিন রোডের গাজি আবাসিক হেটেলে মডেল থানার এসআই নূরুল হক ও এসআই রাশেদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে পতিতা, খদ্দর ও ম্যানেজারসহ ৪ জনকে আটক করে। পরে তাদের ভ্রমমান আদালতের মাধ্যমে অর্থদন্ড করে ছেড়ে দেয়।
শিরোনাম:
বুধবার , ২০ জানুয়ারি, ২০২১ খ্রিষ্টাব্দ , ৭ মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
চাঁদপুর নিউজ সংবাদ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।