চাঁদপুর: চাঁদপুরে গাড়ি ভাঙচুর ও সড়ক অবরোধের মধ্য দিয়ে চলছে ১৮ দলের ডাকা হরতাল। পুলিশ পিকেটিংকালে একজনকে আটক করেছে।
শহরের ষোষপাড়া এলাকায় মঙ্গলবার সকাল ৯টার দিকে একটি মোটরসাইকেল ভাঙচুর ও একটি রিকশায় আগুন দিয়েছে হরতাল সমর্থকরা।
এছাড়া চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের ষোলঘর এলাকায় টায়ারে আগুন জ্বেলে সড়ক অবরোধ করে শিবিরকর্মীরা।
এ সময় তারা চাঁদপুর-কুমিল্লা সড়কের কুমড়ারডুগি এলাকায় দুই মোটরসাইকেল ও একটি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করে।
এদিকে চাঁদপুর শহরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ ফরিদ আহমেদ মানিক নেতৃত্বে হরতালের সমর্থনে মিছিল বের করে। এছাড়া শহরে হারতালের পক্ষে খণ্ড খণ্ড মিছিল করেছে হরতাল সমর্থনকারীরা।
চাঁদপুরের পুলিশ সুপার মো: আমির জাফর জানান, পিকেটিংকালে ফরিদগঞ্জে এক পিকেটারকে আটক করেছে পুলিশ।