চাঁদপুরে গৃহবধু জাকিয়া বেগম (৩৫) নিখোঁজের ২১ দিনপর কুমিল্লার ব্রাহ্মনবাড়িয়ার নবী নগর থানা পুলিশ লাশ উদ্ধার করেছে। মঙ্গলবার দুপুরে ব্রাহ্মনবাড়িয়ার নবী নগর থানার পুলিশ ওই এলাকার একটি বিল থেকে লাশ উদ্ধার করে। তার পরিবারের লোকজন মঙ্গলবার রাত ৭ টায় নবী নগর থানা গিয়ে লাশ সনাক্ত করে বলে জাকিয়ার ছোট বোন পাপিয়া বেগম জানান। চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক মোঃ জাকির হোসেন এ সত্যতা স্বীকার করে নিশ্চিত করেছেন। এ ব্যাপারে চাঁদপুর মডেল থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
পুলিশ ও জাকিয়ার পরিবারের সদস্যদের সাথে আলাপকালে জানা গেছে, গত ১৫ ডিসেম্বর সকাল ১০ টায় জাকিয়া বেগম চাঁদপুর থেকে ঢাকা যাওয়ার পথে নিখোঁজ হয়। তার পরিবারের লোকজন আত্মীয় স্বজনের বাসায় ও বহু জায়গায় তাকে খোজাঁ খুজি করে তার কোন সন্ধান বা খোজ পায়নি। গত ২ জানুয়ারি তার বোন পাপিয়া বেগম চাঁদপুর মডেল থানায় নিখোজঁ বলে একটি সাধারণ ডায়েরী করে। সে আলোকে চাঁদপুর মডেল থানায় মঙ্গলবার একটি ফ্যাক্স বার্তা আসে কুমিল্লা ব্রাহ্মনবাড়িয়া নবী নগর থানা থেকে। সে খবর পেয়ে জাকিয়ার পরিবারের ৭ সদস্য নবী নগর থানা গিয়ে লাশটি সনাক্ত করে। জাকিয়া চাঁদপুর শহরের গাঙ্গুলিপাড়া এলাকার শহীদ বেপারীর ওরপে শহীদ কবিরাজের স্ত্রী। তার ৩টি মেয়ে সন্তান রয়েছে।
চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক জাকির হোসেন জানান, নবী নগর থানা এলাকায় জাকিয়ার লাশ পাওয়া গেছে। খবর পেয়ে তার পরিবারের ৭ জন চাঁদপুর থেকে মঙ্গলবার নবী নগর থানায় গিয়েছে। তারা সেখানে গিয়ে লাশ সনাক্ত করেছে। তার পরিবারের পক্ষ থেকে অপহরণ মামলা করা হয়নি। নিখোজের ব্যাপারে সাধারণ ডায়েরী করা হয়েছে। নবী নগর থানায় হত্যা মামলা না নেওয়া হলে. চাঁদপুর মডেল থানায় হত্যা মামলা নেওয়া হবে। তাকে যে দুটি মোবাইল থেকে ফোন করে বাসা থেকে ডেকে নিয়েছে। সেই মোবাইলের সুত্র ধরে প্রকৃত উদঘাটন চেষ্টা করা হবে।