প্রতিনিধি
গ্রামীনফোন থ্রি-জি’র যাত্রা চাঁদপুর শুরু হয়েছে। গতকাল ১৯মার্চ বুধবার সকাল সাড়ে ১০টায় চাঁদপুর শহরের শহীদ মুক্তিযোদ্ধা সড়কের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের নীচতলার গ্রামীনফোন কাস্টমার কেয়ারে গ্রামীনফোন থ্রি-জি’র শুভযাত্রা উপলক্ষে কেক কাটা ও বর্ণাঢ্য র্যালী বের করা হয়।
গ্রামীনফোন থ্রি-জি দ্রুত গতির মোবাইল ইন্টারনেট ব্যবহার করে বদলে ফেলুন আপনার মোবাইল লাইফ স্টাইল। এই থ্রি-জি’র মাধ্যমে দ্রুত গতির ইন্টারনেট ভিডিও কল সার্ভিসের ব্যবহার করতে পারবেন আপনার বর্তমান সংযোগই। থ্রি-জি নেটওর্য়াকের আওতার বাইরে চলে গেলে স্বয়ংক্রিয়ভাবে আপনি টু-জি নেটওয়ার্কের আওতায় চলে আসা সম্ভব । এসব সুবিধা নিয়েই চাঁদপুর গ্রামীনফোন থ্রি-জি যাত্রা শুরু করেছে। শুভযাত্রার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নুরুল্লাহ নুরী, পুলিশ সুপার মোঃ আমির জাফর, এএসপি চাঁদপুর সদর সার্কেল সৈকত শাহীন, গ্রামীনফোন রিজিওনাল ম্যানেজার শাহ মোঃ ইব্রাহিম আজাদ, গ্রামীনফোন এরিয়া ম্যানেজার হাসান আহম্মেদ তৌহিদ, চাঁদপুর গ্রামীনফোনের এজেন্ট রোটারিয়ান মিজানুর রহমানসহ চাঁদপুর প্রেসক্লাব ও বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সাংবাদিকবৃন্দ। এর পূর্বে গ্রামীনফোনের কর্মকর্তা ও সদস্যরা শহরের তালতলা বাসস্ট্যান্ড এলাকা থেকে হাতির বহর নিয়ে বর্ণাঢ্য র্যালী শহর প্রদক্ষিণ করে কালীবাড়ি এলকায় এসে শেষ হয়। পরে অতিথিগণ থ্রি-জি’র যাত্রা উপলক্ষে কেক কাটেন।
শিরোনাম:
সোমবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৮ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।