শওকত আলী॥
চাঁদপুরে ঘুর্নিঝড়ের কবলে পড়ে সদর উপজেলা বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষতি সাধন হয়েছে।। ১৬মে রাত দেড়টার দিকে চাঁদপুরে হঠাৎ ঘুর্ণিঝড়ের তান্ডবে চাঁদপুর শহর ও শহর তলী,হরিনা,দোকানঘর,লক্ষীপুর,সাখুয়া,চান্দ্রা,পুরানবাজার,আনন্দবাজার,বাবুরহাটসহ বিভিন্ন এলাকায় গাছপালা,বাড়িঘর লন্ড ভন্ড হয়ে যায় ও ফসলের মারাত্বক ক্ষতি সাধন হয়। বিশেষ করে বিদ্যুৎ বিপযর্য়ের ফলে প্রায় ৬ ঘন্টা অন্ধকারে থাকতে হয়েছে এ এলাকার মানুষদের। বিশেষ করে চাঁদপুর সদর উপজেলাধীন ২নং আশিকাটি ময়দান খোলা এলাকাসহ চাঁদপুর-মতলব রোডের দু’পাশ্বের বড় বড় গাছগুলো ঘুর্ণিঝড়ের তান্ডবে গাছগুলো ভেঙ্গে রাস্তার দু’ পাশ্বে পড়ে। এতে করে প্রায় ৪ ঘন্টা চাঁদপুর-মতলব সড়কটিতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এছাড়া রাস্তার পাশ্বে অনেক দোকান ঘরের টিন উপড়ে যায়। গতকাল মঙ্গলবার সকালে ঘুর্ণিঝড়ের পর ফায়ার সার্ভিস ও চাঁদপুর মডেল থানার পুলিশ রাস্তার দুই পাশের গাছ পালা কেটে যানবাহন চলাচলের উপযুক্ত করে তোলে।