চাঁদপুর সংবাদদাতা ॥ বাংলাদেশ অন্ধ কল্যাণ সমিতি কুমিল্লার পরিচালনায় চাঁদপুরে ২শতাধিক রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। রোববার (৪ মার্চ) সকাল ১০টায় সদর উপজেলার বাগাদী ইউনিয়নের চৌরাস্তা মোড় চাঁদপুরজমিন হাসপাতালে এ চক্ষু চিকিৎসা সেবার আয়োজন করা হয়। প্রতি ইংরেজী মাসের প্রথম রোববার নিয়মিত এ চিকিৎসা সেবা গ্রহন করছেন গ্রামের হত দরিদ্র ও চিকিৎসা বঞ্চিত নারী ও পুরুষ। ৪ জন বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসক এ সেবা প্রদান করেন।
চক্ষু চিকিৎসা সেবার সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন চাঁদপুরজমিন হাসপাতাল এ- ডায়াগণস্টিক সেন্টারের চেয়ারম্যান মোঃ রোকনুজ্জামান রোকন। চক্ষু শিবির উদ্বোধন করেন সনাক চাঁদপুরের সভাপতি কাজী শাহাদাত। এ সময় বিশিষ্ট ব্যবসায়ী রাশেদ চৌধুরী, অন্ধু কল্যাণ সমিতির সমন্বয়কারী মো. সফিকুর রহমান, সাংবাদিক মুহাম্মদ মাসুদ আলমসহ সুধীজন উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চাঁদপুরের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জাফরাবাদ হাফেজিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আহম্মদ উল্যাহ।
উল্লেখ্য, প্রতিমাসেই আগত রোগীদের মাঝে আংশিক বিনামূল্যে ঔষধ বিতরণ এবং যাদের অপারেশন প্রয়োজন তাদের নির্ধারণ করা হয়।