চাঁদপুরে গতকাল শুক্রবার বাদ জুমা উদ্বোধনী বয়ানের মধ্য দিয়ে তিনদিনব্যাপী চরমোনাই মাহফিলের নমুনায় পুরাণবাজার স্টার আল-কায়েদ জুট মিলস সংলগ্ন বালুর মাঠে ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির শুরু হয়েছে।
১৫ জানুয়ারি শুক্রবার থেকে বাংলাদেশ মুজাহিদ কমিটি চাঁদপুর জেলা বিশাল এ মাহফিলের আয়োজন করেছে।
মাহফিলকে ঘিরে কোরআন ও হাদিসের আলোকে মূল্যবান বয়ান শোনার জন্যে মুসল্লিদের ঢল দেখা যায়।
আজ ১৬ জানুয়ারি শনিবার মাহফিলের দ্বিতীয় দিন। আজকে মাহফিলে বয়ান করবেন নায়েবে আমীরুল মুজাহিদীন শাইখুল হাদিস আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়েখে চরমোনাইসহ দেশবরেণ্য ওলামা-মাশায়েখগণ।
মাহফিলের প্রথম দিন বয়ান করেন চরমোনাই পীর সাহেবজাদা মুফতি সৈয়দ ইসহাক আবুল খায়ের, ঢাকা জামিয়া তালিমিয়া মাদ্রাসার মুহতামিম মাওঃ হাফিজুর রহমান ছিদ্দিকী, শাইখুল হাদিস মাওঃ শাহ মুফতি কুতুবউদ্দিন, মাওঃ মাহমুদুল হোসাইন ওয়ালিউল্লাহ (পীর সাহেব বরগুনা)।
আরো ওয়াজ নসিহত পেশ করেন জাফরাবাদ জামিয়া আরাবিয়া কাসেমুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওঃ খাজা আহমদুল্লাহ, শাহরাস্তি খেড়িহর মাদ্রাসার মুহতামিম মাওলানা হোসাইন আহমাদ, জাফরাবাদ মাদরাসার শিক্ষা সচিব হাফেজ মাওঃ মুফতি ত্বহা খান ও চাঁদপুর ঐতিহাসিক বেগম জামে মসজিদের খতিব মাওঃ মাহবুবুর রহমান।
আগামী ১৭ জানুয়ারি রোববার মাহফিলের তৃতীয় ও শেষ দিনে প্রধান অতিথির বয়ান রাখবেন আমীরুল মুজাহিদীন হযরত মাওলানা মুফতি সেয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই।
সোমবার সকাল ৮টায় চরমোনাই পীরের আখেরী মোনাজাতের মাধ্যমে তিনদিনের বার্ষিক মাহফিল শেষ হবে।
বক্তারা বয়ানে বলেন, মাহফিল ময়দানে দুনিয়া লাভের কোনো উদ্দেশ্য নিয়ে কেউ আসছে না। একমাত্র আল্লাহকে রাজি-খুশি করার জন্য এসেছেন। কারণ নিয়তের ওপর সকল কাজ নির্ভরশীল। তাই নিয়তকে আগে পরিশুদ্ধ করতে হবে।