
স্টাফ করেসপন্ডেন্ট: চাঁদ দেখা উপ-কমিটির চাঁদ দেখার বৈঠক সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (১৩ এপ্রিল) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বড় স্টেশন মোলহেডে এ সভার আয়োজন করা হয়।
চাঁদ দেখার অংশ নেন স্থানীয় সরকার এর উপ-পরিচালক (উপ-সচিব) ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান, জেলা মার্কেটিং অফিসার এন এম রেজাউল করিম, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোহাম্মদ খলিলুর রহমান, জেলা জাতীয় ইমাম সমিতির সভাপতি মাওলানা মোহাম্মদ সাইফুদ্দিন খন্দকার, সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আব্দুস সালাম, মসজিদের গোর-এ-গরিবার খতিব মাওলানা মোঃ আব্দুর রশীদ তালুকদারসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাগন।
প্রসঙ্গত, চাঁদপুরের কোথাও চাঁদ দেখা যায় নি। তবে দেশের অন্যান্য জায়গায় চাঁদ দেখা গেছে। এ উপলক্ষে বুধবার থেকে পবিত্র মাহে রমজানের প্রথম রোজা অনুষ্ঠিত হচ্ছে। আগামী ৭ মে জুমাতুল বিদা ও ৯ মে রাতে পবিত্র শবে কদ্বর অনুষ্ঠিত হবে।
চাঁদপুরনিউজ/এমএমএ/