শাহরিয়ার খাঁনন কৌশিক।। চাঁদপুরে চোরাই মালামালসহ পেশাদার চোর রবিন মোল্লা(২৫)কে আটক করেছে মডেল থানা পুলিশ। সোমবার দুপুর ১টায় শহরের রঘুনাথপুর ভাঙ্গাপুল এলাকায় এসআই পলাশ বড়ুয়া অভিযান চালিয়ে তাকে আটক করে। পেশাদার চোর রবিন মোল্লার স্বীকারোক্তি অনুযায়ি তার বাড়ি তল্লাশী চালিয়ে চোরাই মালামাল উদ্ধার করেছে পুলিশ।
পুলিশের হাতে আটক চোর রবিন মোল্লা রঘুনাথপুর ভাঙ্গাপুল এলাকার নূরুল ইসলাম বাবুল মোল্লার ছেলে।
পুলিশ জানায়, শহরের রঘুনাথপুর ভাঙ্গাপুল হোসাইন আখন্দ শাকিলের কম্পিউটার ও মোবাইল রির্চাজের দোকান থেকে গত ২০ সেপ্টেম্বর রাতে জালানা ভেঙ্গে দোকানে ডুকে চুরি করে চোর রবিন।
সে দোকান থেকে কম্পিউটার পিছি পিন্টার নগদ ১৯ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। দোকানদার শাকিল নিজে বেশ কয়েকদিন যাবত তার মালামাল খোজ করে না পেয়ে ২৮ অক্টোবর রবিবার থানায় এসে মামলা দায়ের করে। পরে এসআই পলাশ বড়ুয়া সোমবার দুপুরে অভিযান চালিয়ে চোরাই মালামাল সহ পেশাদার চোর রবিনকে আটক করতে সক্ষম হয়।
আটক চোর রবিনকে আদালতে প্রেরন করলে সে স্বীকারোক্তিমূলক জবানবন্ধি দেয় বলে পুলিশ সূত্রে জানা যায়।
শিরোনাম:
শনিবার , ১২ অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৭ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।