ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল কাদের ভূইয়া জুয়েল ও সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিবসহ শীর্ষ নেতৃবৃন্দের গ্রেফতারের প্রতিবাদে এবং মুক্তির দাবীতে চাঁদপুর জেলা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল এবং সমাবশে অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার সকাল ১০ টায় চাঁদপুর বাসষ্ট্যান্ড থেকে জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ইখতিয়ার উদ্দিন শিশুর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। মিছিল শেষে একই স্থানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে জেলা ছাত্রদল রহমত উল্লাহ মস্তানের সভাপতিত্বে ও সু-কুমার রায়ের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ইখতিয়ার উদ্দিন শিশু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর সরকারি কলেজ ছাত্রদলের অন্যতম যুগ্ম-আহবায়ক সফিউদ্দিন বাবলু।
এছাড়া আরো বক্তব্য রাখেন, ছাত্রনেতা ইমতিয়াজ হাসান ইমন, মাসুদ রানা, মুন্না, মোস্তফা, রাজু, খলিল, রোমান, জাকির, রকি, রাজেশ, মো. খলিল, পাভেল, মঈন, জসীম, নাজমূল, শরীফসহ কলেজ, শহর, ওয়ার্ডসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
শিরোনাম:
রবিবার , ৮ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৪ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।