শহর প্রতিনিধি
চাঁদপুরে ছাত্রদলের ডাকা অর্ধদিবস হরতালের শুরুতে বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করা হয়েছে। হরতালে বিভিন্ন স্থানে পিকেটিংকালে পুলিশ ৬ জনকে আটক করে।
হরতালে চাঁদপুর-কুমিল্লা সড়কের ষোলঘর, বাসস্ট্যান্ড, চিত্রলেখা এলাকাসহ বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করা হয়।
ছাত্রদল কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি বজলুল রশিদ আবেদের মুক্তির দাবিতে জেলা ছাত্রদলের একাংশের নেতা ইব্রাহিম কাজী জুয়েল এই হরতাল আহ্বান করেন।
হরতালে শহরের অধিকাংশ দোকানপাট ও দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। লঞ্চ ও ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।