রফিকুল ইসলাম বাবু ।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানেরর পালাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে তাদের ফাঁসির রায় কার্যকর করার দাবিতে মানববন্ধন কর্মসূচি ও পরাষ্ট্রমন্ত্রনালয় বরাবর স্বারকলিপী দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ চাঁদপুর জেলা শাখা। রোববার শোকাবহ আগস্ট মাসের বিভিন্ন কর্মসূচীর অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হয়। সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত শহরের মুক্তিযোদ্ধা সড়কস্থ অঙ্গীকার পাদদেশে মানববন্ধনে জেলা ছাত্রলীগী, পৌর ছাত্রলীগ ও সদর উপজেলা ছাত্রলীগ সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেয়। চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি আতাউর রহমান পারভেজেরর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পারভেজ করিম বাবুরর পরিচালনায় এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সহ-সভাপতি তৌহিদুল ইসলাম মিলন গাজী, যুগ্ম-সম্পাদক হাসিবুল হাসান মুন্না, জহির উদ্দিন মিজি, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি এ বি এম রেজওয়ান, সাধারণ সম্পাদক নাছির গাজি, শহর ছাত্রলীগের সভাপতি সোহেল রানা, সাধারণ জহিরুল ইসলাম রবিন, কলেজ ছাত্রলীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক প্রমুখ। পরে মাবনবন্ধন শেষে বেলা ১২টায় নেতাকর্মীরা চাঁদপুর জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডলরে মাধ্যমে পরাষ্ট্রমন্ত্রনালয় বরাবর স্বারকলীপী প্রদান করেন। এসময় ছাত্রলীগের জেলা, পৌর ও সদর থানাসহ বিভিন্ন ইউনিটরে অন্যন্য নেতৃবৃন্দররা উপস্থিতছিলেন।