রফিকুল ইসলাম বাবু।
চাঁদপুর শহরের ছৈয়াল বাড়ি রোডে মাদক সেবির হামলায় রফিকুল ইসলাম (৫৩) নামে একব্যক্তি গুরুতর জখম হয়েছেন। শুক্রবার রাত ৮টায় ছৈয়াল বাড়ি মসজিদের কাছে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও আহত রফিক জানান,তিনি এশার নামাজ শেষে বাসায় যাওয়ার পথে রাকিব নামে এক মাদক সেবি তার মাথায় পেছন থেকে রড দিয়ে আঘাত করলে তার মাথায় তিনটি সেলাই দিতে হয়। এ ঘটনার খবর পেয়ে রাতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হামলাকারীর সন্ধান পায়নি। তবে পুলিশের মৌখিক অভিযোগের ভিত্তিতে চাঁদপুর মডেল থানার ওসি ওয়ালি উল্লাহ বলেন,আমরা বিষয়টি তদন্ত করে দোষী ব্যক্তিকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হচ্ছে। স্থানীয়রা জানান, হামলাকারী রাকিবকে মাদক সেবনে বাধা দেওয়ায় রফিক এই হামলার শিকার হন। এ ব্যাপারে থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।