চাঁদপুর সংবাদদাতা ॥ চাঁদপুর মেঘনা নদীতে ইলিশের পোনা জাটকা ধরার অপরাধে ২ জেলেকে ১ মাস এবং ১ জেলেকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। রোববার (৪ মার্চ) দুপুরে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবু রহমান। দন্ডপ্রাপ্ত জেলেরা হচ্ছেন: সদর উপজেলার রাজরাজেশ^র ইউনিয়নের আব্দুল আজিজের ছেলে মো. আবুল খায়ের (৩০), একই এলাকার আহম্মদ আলীর ছেলে মো. দুলাল (৪০) ও মো. ইউসুফ মিজির ছেলে মো. রুবেল (২৫)।
চাঁদপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফিরোজ আহম্মেদ মৃধা জানান, রোববার ভোরে কোস্টাগার্ট টহল সদস্য ও উপজেলা মৎস্য বিভাগ মেঘনা নদীতে যৌথ অভিযান পরিচালনা করেন। এ সময় রাজরাজেশ^র এলাকায় মেঘনা নদীতে জাটকা নিধন অবস্থায় তাদেরকে হাতে নাতে আটক করেন। তাদের কাছ থেকে ১হাজার মিটার কারেন্টজাল, ১টি ইঞ্জিন চালিত নৌকা, ২টি মোবাইল সেট ও ১টি সার্জার টস্ লাইট জব্দ করা হয়।
কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের কমান্ডার লে. এম. জালাল উদ্দিন জানান, জব্দকৃত কারেন্টজাল আগুনে পুড়িয়ে পেলা হয়েছে। নৌকা, মোবাইল ও টস্ লাইট জমা রাখা হয়েছে। আটক জেলেদের মধ্যে আবুল খায়ের ও দুলালকে ১ মাস করে এবং রুবেলকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সাজাপ্রাপ্ত জেলেদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।
১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে লক্ষ্মীপুর জেলার চরআলেকজেন্ডার পর্যন্ত ১শ’ কিলোমিটার এলাকায় অভয়াশ্রম ঘোষণা করেছে সরকার। এ সময় সকল ধরনের মাছ আহরণ, ক্রয়-বিক্রয়, সরবরাহ ও মওজুদ নিষিদ্ধ রয়েছে।