রফিকুল ইসলাম বাবু।
গরিব দু:খির বিচার পাওয়ার অধিকার বর্তমান সরকারের অঙ্গিকার” এ প্রতিপাদ্য শ্লোগানে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০১৬ উপলক্ষে চাঁদপুরে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে শহরের ইলিশ চত্তর থেকে র্যালী শুরু হয়ে শহর প্রদক্ষিন শেষে চাঁদপুর জেলা আইনজীবী সমিতি ভবনে এসে শেষ হয়। আইন সমিতি মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিনিয়র জেলা ও দায়রা জজ মো: সফিকুল ইসলাম। জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. সেলিম আকবরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌরসভার ও জেলা আওয়ামীলীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, পুলিশ সুপার শামছুন্নাহার, চিপ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আতোয়ার রহমান, প্রেস ক্লাব সভাপতি বিএম হান্নান, প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আশ্রাফুজ্জামান, প্রেস ক্লাব সাধারন সম্পাদক সোহেল রুশদী প্রমুখ। সভা পরিচালনা করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট (মতলব) বেগম নুসরাত জাহান।