স্টাফ রিপোর্টার।। চাঁদপুর সদর উপজেলার নানুপুর চৌরাস্তায় অবস্থিত চাঁদপুরজমিন টাওয়ারে
জাতীয় দৈনিক অনুপমা পত্রিকার অফিসের ফিতা কেটে উদ্বোধন করলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোঃ শহীদ উল্লা খন্দকার।
শনিবার ৫ ডিসেম্বর সকাল ৯টায় জাতীয় দৈনিক অনুপমা পত্রিকার অফিস উদ্বোধনী অনুষ্ঠানে
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোঃ শহীদ উল্লা খন্দকার আসলে তাকে ফুলেল শুভেচ্ছা জানান জাতীয় দৈনিক অনুপমা ও দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক, চাঁদপুরজমিন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার ও চাঁদপুরজমিন কোম্পানী লিমিটেড এর চেয়ারম্যান মোঃ রোকনুজ্জামান রোকন।
এসময় চাঁদপুর গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী (সির্ভিল) মোঃ শাহ আলম, উপ-বিভাগীয় প্রকৌশলী (ই/এম) আবদুল্লাহ আল মামুন, চাঁদপুর সদর মডেল থানার এসআই বিপ্লব কুমার নাহা, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোঃ শহীদ উল্লা খন্দকার এর পুত্র মুশফিকুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
জাতীয় দৈনিক অনুপমা পত্রিকার অফিস উদ্বোধন শেষে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোঃ শহীদ উল্লা খন্দকার দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার কার্যালয়, চাঁদপুরজমিন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার, চাঁদপুরজমিন কমিউনিটি সেন্টার ও পার্টি সেন্টার পরিদর্শন করেন।