রফিকুল ইসলাম বাবু ঃ
চাঁদপুরে জাতীয় পাবলিক সার্ভিস দিবস উদযাপন উপলক্ষ্যে সম্মাননা প্রদান ও সেবা গ্রহীতাদের ফিডব্যাক অনুষ্ঠিত হয়েছে। সোমবার চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল। চাঁদপুর জেলা প্রশাসন আয়োজিত এই অনুষ্ঠানে মোট ১শ’ ১৫ জনকে আর্থিক সাহায্য করা হয়। এদের মধ্যে ৩৩ জন রোগী, ৫০ জন হিজড়া ও ৩২ জন গৃহহীণ ছিলেন। এসময় সেবামূলক কাজের জন্যে ৬ জনকে সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক সাধারণ জনগণের বিভিন্ন সমস্যার কথা শুনেন এবং তা প্রতিকারের জন্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। অনুষ্ঠানে ব্যক্তব্য চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান ওচমান গনি পাটওয়ারী, স্থানীয় সরকারের উপ-পরিচালক মোহাম্মদ আব্দুল হাই।