চাঁদপুর: চাঁদপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে মঙ্গলবার সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয় সম্মুখ থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। জেলা পুলিশ সুপার কার্যালয় পুকুরে ২হাজার মাছের পোনা অবমুক্তির পর র্যালীটি বিআরডিবি মিলনায়তনে গিয়ে শেষ হয়।
র্যালী ও আলোচনায় সভায় অংশ গ্রহন করেন জেলা প্রশাসক মোঃ ইসমাইল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নুরুল্লাহ নূরী, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামারুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইউছুফ গাজী ও জেলা মৎস্য কর্মকর্তা রতন দত্তসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। র্যালী ও আলোচনা সভায় জেলা মৎস্য ইনিস্টিটিউটের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
শিরোনাম:
বুধবার , ১১ ডিসেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৭ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।