প্রতিনিধি : জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ৭ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মো. আমির জাফর জানান, সদর, হাজীগঞ্জ, মতলব দক্ষিণ, হাইমচর, ফরিদগঞ্জে একজন করে ও কচুয়ায় দু’জনকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে জামায়াতের ৫ জন ও শিবিরকর্মী দু’জন।
তিনি জানান, পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেফতার করা হয়। তারা বিভিন্ন মামলার ওয়ারেন্ট ও এজাহারভুক্ত আসামি।