শাহরিয়ার খাঁন কৌশিক ॥
চাঁদপুরে আসন্ন ঈদ উপলক্ষে জাল টাকার ব্যাবসায়িরা সক্রীয় হয়ে উঠেছে। সিন্ডিকেটের মাধ্যমে তারা জাল টাকা বিভিন্ন বাজারে ছড়িয়ে দিয়েছে। তেমনি চাঁদপুরে বাবুরহাট বাজারে জাল দেওয়ার সময় হাতেনাতে টাকা সহ এক যুবককে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করছেন। শুক্রবার দুপুরে পুলিশ আটক নিরব পাটওয়ারী(২৫)এর বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরন করেন। আদালত তার জামিন না মঞ্জুর করে জেলা কারাগারে প্রেরন করেন।
জানা যায়, প্রতিবছর দুই ঈদের সময় জাল টাকা ব্যাবসায়িরা চাঁদপুরে এসে বিভিন্ন হোটেলে অবস্থান করে তাদের জাল টাকা ব্যাবসা চালিয়ে যায়। এর পূর্বে চাঁদপুর মডেল থানা পুলিশ আদালতের সামনে এশিয়ান হোটেল থেকে জাল টাকাসহ ৩ আসামিকে আটক করে। তাদের সেই সিন্ডিকেট জেল থেকে বেড়িয়ে এসে আবারো জাল টাকা ব্যাবসা চালিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া শহরের জিটি রোড ও চরের কয়েকজন জাল টাকা ব্যাবসায়ি সক্রীয় হয়ে ব্যাবসা শুরু করেছে বলে বিশ্বস্থ সূত্র জানিয়েছেন। বৃহস্পতিবার রাত ১২ টায় ভোলা জেলার লেতড়া থানার কলমি পশ্চিম পাড়ার জাফর পাটওয়ারীর ছেলে নিরব পাটওয়ারী জাল পাঁচশ টাকা নিয়ে বাবুর হাটবাজার সুলতার প্রধানিয়ার পান সুপারির দোকানে যায়। এসময় সে পান সুপারি নিয়ে পাঁচশ টাকার নোটটি দেয়। দোকানদারের কাছে ভাংঙ্কি না থাকায় পাশির দোকান থেকে খুচরা করে আনতে বলে। জাল টাকা নিয়ে পাশের মোবাইলের দোকানদারের কাছে গেলে সে জাল টাকা বুঝতে পেরে তাকে আটক করে বাজার কমিটিকে জানায়। পরে পুলিশকে খবর দিয়ে মডেল থানার এএসআই সোহাগ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে। এদিকে জাল টাকার ব্যাবসায়িরা চাঁদপুরে বিভিন্ন উপজেলায় তাদের লোকের মাধ্যমে বাজারগুলোতে ছড়িয়ে দিয়েছে। বুধবার বিকেলে হাজিগঞ্জ বাজার কাপড়িয়া পট্টি জাল টাকা দেওয়ার সময় ৮ হাজার টাকাসহ বোরহান উদ্দিন(১৯) নামে এক ব্যাবায়িকে আটক করে পুলিশ।
সাধারন ব্যবসায়ি ও পুলিশের কঠোর নজরধারী থাকলে জাল টাকা সহ তাদের আটক করা সম্ভব হবে বলে সচেতন মহল মনে করেন।