সরকারি তথ্য ও সেবা প্রাপ্তির কল সেন্টার “৩৩৩” সংক্রান্ত প্রেস কনফারেন্স চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। ১ সেপ্টেম্বর বিকাল ৪ টায় অনুষ্ঠিত এ সভায় সভাপ্রধানের বক্তব্যে জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান বলেন,আমরা যারা সরকারি কাজের মাধ্যমে জনগনকে তথ্য ও সেবা দিয়ে থাকি।আমরা স্বচ্ছ ও সুন্দর হই।স্বচ্ছতাকে উম্মুক্ত করি।একটি বিষয়ে অভিযোগ আসলে,সেটাকে সত্যভাবে তুলে ধরতে হবে।এতে সেবার মান বৃদ্ধি পাবে।
“৩৩৩” নম্বরে কল করে এ পর্যন্ত চাঁদপুরে ৩২১টি অভিযোগেরর মধ্য ৩২০টির সমাধান হয়েছে।
জেলা প্রশাসক আরো বলেন,২০ টি ক্যাটাগরিতে ‘৩৩৩’ নম্বারে কল করলে মিলবে প্রতিকার। সেগুলো হলঃসরকারি কর্মকর্তাদের সাথে যোগাযোগ,নাগরিক সেবার পদ্বতি,জেলা সম্পর্কিত তথ্য,ভেজাল দ্রব্য,বাল্য বিবাহ,মাদক,জুয়া,ইভ টিজিং, পরিবেশ দূষণ,দুর্যোগ, পর্যটন,ভোক্তা অধিকার ও সামাজিক সমস্যা।
কনফারেন্সর শুরুতে এ বিষয়ের উপর চাঁদপুর জেলার কার্যক্রম তুলে ধরেন অতিরিক্ত জেলা প্রশাসক আইসিটি মোঃ মঈনুল হোসেন।
এ বিষয়ে আলোচনা করেন এডিএম আব্দুল্লাহ আল মাহমুদ জামান,প্রোগ্রাম অফিসার জাকির হোসেন,আইসিটি বিষয়ক সহকারী কমিশনার আজিজুন নাহার সম্পা ও আইসিটি সহকারী হারুনুর রশীদ।
সাংবাদিকদের মধ্য আলোচনা করেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক চাঁদপুর কন্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত,চাঁদপুর প্রেসক্লাবের বর্তমান সভাপতি শহীদ পাটওয়ারী,সাধারন সম্পাদক লক্ষ্মণ চন্দ্র সূত্রধর,সাবেক সাধারন সম্পাদক সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারি, সাবেক সাধারন সম্পাদক জিএম শাহীন প্রমুখ।এসময় বিভিন্ন মিডিয়ার সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,
‘সরকারি তথ্য ও সেবা সব সময়’ স্লোগান চালু হয় নতুন কল সেন্টারটি। দেশের নাগরিকেরা ৩৩৩ এবং প্রবাসীরা ০৯৬৬৬৭৮৯৩৩৩ নম্বরে কল করে সরকারি সেবা প্রাপ্তির পদ্ধতি, জনপ্রতিনিধি ও সরকারি কর্মচারীদের সঙ্গে যোগাযোগের তথ্য, বিভিন্ন এলাকার পর্যটনের স্থানসমূহ এবং বিভিন্ন জেলা সম্পর্কিত বিস্তারিত তথ্য জানতে পারবেন। এ ছাড়াও কল সেন্টারের মাধ্যমে বিভিন্ন সামাজিক সমস্যা সম্পর্কে প্রতিকারের জন্য জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের কাছে তথ্য প্রদান ও অভিযোগ জানানো যাবে।
দুর্যোগের সময়ে সাহায্যের জন্য জন্য জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের কাছে আবেদন করা যাবে এর মাধ্যমে। কল সেন্টারটি ২৪ ঘণ্টা সেবা দেবে। প্রাথমিকভাবে এটুআই কর্মসূচির মাধ্যমে ৬৪টি জেলায় এই কল সেন্টার সেবা চালু করা হয়।