মিজানুর রহমান রানা
চাঁদপুরে জেলা প্রশাসনের আয়োজনে, চাঁদপুর পৌরসভার সার্বিক সহযোগিতায় এবং জেলা শিল্পকলা একাডেমীর তত্ত্বাবধানে আজ চাঁদপুর প্রেসকাব সংলগ্ন ডাকাতিয়া নদীর পাড়ে দিনব্যাপী পয়লা বৈশাখের ব্যাপক আয়োজন করা হয়েছে। এ উপলে প্রেসকাব সংলগ্ন ডাকাতিয়া নদীর পাড়ে সকাল ১০টায় শুরু হবে সঙ্গীত নিকেতনের আয়োজনে, ১১টায় হাট টাচ ব্যান্ড দল, দুপুর ১২টায় শিশু একাডেমী, দুপুর ৩টায় বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ, বিকেল সাড়ে ৩টায় চাঁদপুর মঞ্চ, বিকেল ৪টায় জেলা শিল্পকলা একাডেমী, বিকেল পৌণে চারটায় সুরধ্বনি সঙ্গীত একাডেমী, বিকেল সোয়া ৫টায় সপ্তরূপা নৃত্য শিালয়, সন্ধ্যা পৌণে সাতটায় পুনাক, রাত সাড়ে সাতটায় চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠন, রাত সাড়ে ৮টায় কুয়াশা ব্যান্ডের অনুষ্ঠানমালা প্রদর্শিত হবে।
আজ সোমবার, পহেলা বৈশাখ। বাঙালির প্রাণের উৎসব। আজ বাঙালির পাওয়া না পাওয়া, হাসি আনন্দের ১৪২০ বঙ্গাব্দকে বিদায় জানিয়ে মহাআনন্দে বরণ করে নেবে ১৪২১ বঙ্গাব্দকে। এদিন বাঙালির হাজার বছরের ঐতিহ্যের চিরন্তন উৎসবে মেতে উঠার দিন। বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যকে ধারণ ও লালন করার এক নতুন আবহ সৃষ্টি হবে এদিন। পয়লা বৈশাখকে কেন্দ্র করে দেশের শহর, গ্রামগঞ্জসহ প্রত্যন্ত অঞ্চলের কোটি কোটি বাঙালি নববর্ষকে বরণ করতে সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করেছে।
আজ পহেলা বৈশাখ উপলে সারাদেশসহ চাঁদপুরের শিশু, কিশোর, বয়োবৃদ্ধ সহ সকল বয়সী ও শ্রেণি-পেশার মানুষ এদিন বাঙালি পরিচয়ের সার্বজনীন এ উৎসবে মেতে উঠবে। বর্ষবরণে এদিন চাঁদপুরে প্রতি বছরের ন্যায় এবারো রয়েছে ব্যাপক আয়োজন। মূল আয়োজন থাকবে প্রেসকাব ঘাট সংলগ্ন ডাকাতিয়া নদীর পাড়ে। গত বছর এর আয়োজন ছিলো চাঁদপুর বড় স্টেশন মোলহেডে। কিন্তু উৎসব প্রিয় বাঙালির ব্যাপক উপস্থিতিতে অত্র স্থানের যাতায়াতের রাস্তায় ব্যাপক যানজট এবং কাল বৈশাখীর ঝড়ো হাওয়ার আশঙ্কায় এবার স্থান পরিবর্তন করা হয়। যাতায়াতের সর্বসুবিধা যুক্ত স্থান শহরের প্রাণকেন্দ্র চাঁদপুর প্রেসকাব ঘাটস্থ ডাকাতিয়া নদীর পাড়কে বেছে নেয়া হয় পয়লা বৈশাখ উদযাপনবের মূল অনুষ্ঠানস্থল হিসেবে। এদিন জেলা প্রশাসনের পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক সংগঠন, চাঁদপুর প্রেসকাব সহ বিভিন্ন প্রতিষ্ঠান আয়োজন করেছে বর্ষবরণের অনুষ্ঠান। ইতিমধ্যে বিভিন্ন উপায়ে বিভিন্নভাবে লাল, নীল রঙ্গিন কার্ডে একে অপরকে বর্ষ বিদায় ও বর্ষবরণের সাদর সম্ভাষণ জানাচ্ছেন পরম সানুগ্রহে। কামনা করছেন সুখী সমৃদ্ধশালী ুধা, দারিদ্র্য মুক্ত, অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে বাংলাদেশের উন্নয়ন গতি ধারা অব্যাহত রাখার।
আজ পয়লা বৈশাখে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হবে ডাকাতিয়া নদীর পাড়ে বৈশাখী মেলা। মেলায় দর্শনার্থীদের জন্য বিনোদনেরও ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও দর্শনার্থীদের জন্য রয়েছে বড় স্টেশন মোলহেডে সাংস্কৃতিক অনুষ্ঠান, ইতিহাস, ঐতিহ্যভিত্তিক ডুকুমেন্টারী প্রদর্শন। সকাল ৯টায় হাসান আলী স্কুল মাঠ থেকে বের করা হবে বর্ণাঢ্য র্যালী। র্যালীতে অংশ নেয়া সেরা ৩টি সংগঠনকে পুরস্কার ও সনদপত্র বিতরণ করবে জেলা প্রশাসন।
পয়লা বৈশাখ চাঁদপুর প্রেসকাব মিলনায়তনে প্রেসকাবের আয়োজনে সকাল সাড়ে ৬টায় শুভেচ্ছা বিনিময়, সকাল ৭টায় বৈশাখী উৎসব, সকাল সাড়ে ৭টায় বাঙালির ঐতিহ্য গ্রাম বাংলার চির চেনা খাবার চিড়া, দধি মিষ্টি ভোজ। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি সহ সাংবাদিকদের উপস্থিত থাকার জন্য ইতিমধ্যে আমন্ত্রণ জানিয়েছেন প্রেসকাব সভাপতি গোলাম কিবরিয়া জীবন ও সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন মিলন।
ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান চাঁদপুর সঙ্গীত নিকেতন বর্ষবরণে ২ দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে। প্রথম দিন পয়লা বৈশাখে ভোর ৬টা ১ মিনিটে শহরের কালীবাড়ি মোড়ে অনুষ্ঠিত হবে প্রভাতী অনুষ্ঠান। সকাল সাড়ে ৭টায় অত্র স্থান হতে শুরু হবে আনন্দ শোভাযাত্রা। আয়োজন করা হয়েছে মিষ্টি মুখের। দ্বিতীয় দিন ২ বৈশাখ ১৫ এপ্রিল মঙ্গলবার জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে বেলা আড়াইটায় অনুষ্ঠিত হবে বৈকালিক সাংস্কৃতিক অনুষ্ঠান। সন্ধ্যা সাড়ে ৬টায় সান্ধ্যকালীন সাংস্কৃতিক অনুষ্ঠান। সন্ধ্যা সাড়ে ৭টায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। রাত সাড়ে ৮টায় বিচিত্রানুষ্ঠান নব আনন্দে জাগো, রাত ৯টায় অভিভাবকদের সমন্বয়ে অনুষ্ঠান আনন্দ ধারা বইছে ভুবনে অনুষ্ঠিত হবে। চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হবে পুরাণবাজার একাদশ ও নতুনবাজার একাদশের মধ্যে কাবাডি প্রতিযোগিতা। অনুষ্ঠিত হবে এদিন চাঁদপুর সাঁতার পরিষদের আয়োজনে সকাল ১১টায় প্রেসকাব ঘাট সংলগ্ন ডাকাতিয়া নদীতে সাঁতার প্রতিযোগিতা।
বর্ষ বিদায় ও বর্ষবরণকে কেন্দ্র করে নৃত্যাঙ্গনের আয়োজনে গতকাল ১৩ এপ্রিল রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হবে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়। এছাড়াও বিভিন্ন েেত্র অবদানের জন্য চাঁদপুরের কয়েকজন কৃতী ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হবে। পয়েলা বৈশাখে চাঁদপুর উদয়ন কচি-কাঁচার মেলা ও উদয়ন সঙ্গীত বিদ্যালয় আয়োজন করেছে নানা অনুষ্ঠান। তাদের নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠিত হবে বিকেল ৩টায় আমরা ফুল দল, হে নবীন বাজাও বীণ, আজ মাদলের তালে তালে শিরোনামের অনুষ্ঠানমালা। থাকবে অভিনয়, আবৃত্তি, নৃত্যানুষ্ঠান ও বিচিত্রানুষ্ঠান। আরো থাকবে অতিথিদের সাথে নববর্ষের শুভেচ্ছা বিনিময়। এছাড়াও বাঙালি ব্যবসায়ীদের ব্যবসা প্রতিষ্ঠানে শুভ সকালে অনুষ্ঠিত হবে শুভ হালখাতা মহরৎ অনুষ্ঠান সহ গদি সাইদ। এদিন ব্যবসায়ীরা পুরানো খাতার হিসেব-নিকেষ চুকিয়ে নতুন খাতায় ১৪২১ বঙ্গাব্দের হিসেবের যাত্রা শুরু করবেন। জড়িয়ে ধরবেন একে অপরকে ভ্রাতৃত্ব বন্ধনে। কামনা করবেন নতুন বছর যেনো আনন্দঘন হয়ে উঠে সবার হৃদয়ে। এছাড়াও চাঁদপুর জেলার প্রতিটি উপজেলায় ব্যাপকভাবে আয়োজন করা হয়েছে বর্ষ বিদায় ও বর্ষবরণের।
শিরোনাম:
বুধবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৭ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।