
স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি মরহুম হুসাইন মোহাম্মদ এরশাদের ৯১তম জন্মদিন উপলক্ষে চাঁদপুরে দোয়া, মিলাদ মাহফিল, স্মরণ সভা ও কেক কাটা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় বিপনীবাগস্থ সিরাজুল ইসলাম সিরু মিজির অফিসে চাঁদপুর জেলা, সদর উপজেলা ও পৌর জাতীয় পার্টির আয়োজনে তা পালন করা হয়।
চাঁদপুর পৌর জাতীয় পার্টির সভাপতি আলহাজ সিরাজুল ইসলাম সিরু মিজির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম খানেন পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা জাতীয় পার্টির সদস্য অ্যাড. মোহাম্মদ মহসীন খান, সাবেক দপ্তর সম্পাদক মো. শাহাজাহান মাতাব্বর, জেলা কৃষক পার্টির সাধারণ সম্পাদক আবুল হাসেম দর্জি, জেলা জাতীয় পার্টির সদস্য মো. ফেরদৌস খান, মো. নাজমুল হোসেন গাজী, হাইমচর উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব রায়হান মাহমুদ, সদর উপজেলা যুব সংহতির সদস্য সচিব হারুন গাজী, পৌর যুব সংহতির সদস্য সচিব ফারুক হোসেন আকাশ, পৌর জাতীয় পার্টির যুগ্ম-সম্পাদক সম্পাদক গোলাম সারোয়ার খান, মৈশাদী ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শোয়েবুর রহমান পলাশ, ২নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি সেন্তু বেপারী, সিনিয়র সহ-সভাপতি সাগর মিয়া, ৪নং ওয়ার্ড জাতীয় পার্টির নেতা আল আমিন, ৫নং ওয়ার্ড জাতীয় পার্টির সাধারণ সম্পাদক পিয়ার মোহমেদ, ৬নং ওয়ার্ড জাতীয় পার্টির নেতা কামাল মিয়া, ৭নং ওয়ার্ড জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. কামরুল ইসলাম, ৮নং ওয়ার্ড জাতীয় পার্টির আহ্বায়ক শাহাজাহান গাজী, ৯নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি নূরুজ্জামান কালু, সিনিয়র সহ-সভাপতি বিটু ছৈয়াল। সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সর্দার, সাংগঠনিক জসিম বকাউল, ১০নং ওয়ার্ড জাতীয় পার্টির সাধারণ সম্পাদক নাছির গাজী, ১২নং ওয়ার্ড জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি দারোগা (অবঃ) মুনসুর আলী আখন্দ, ১৪নং ওয়ার্ড জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি রেজ্জাক গাজী, চান্দ্রা ইউনিয়ন যুব সংহতির সদস্য সচিব শরীফ পাটওয়ারী বাবুসহ জেলা, সদর উপজেলা ও পৌর জাতীয় পার্টির, যুব সংহতির, কৃষক পার্টি ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
চাঁদপুরনিউজ/এমএমএ/