রফিকুল ইসলাম বাবু,
চাঁদপুর জেলা মৎস্যজীবি সমিতির নের্তৃবৃন্দ তাদের ন্যায্য দাবি উল্লেখ করে জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডলের মাধ্যমে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রনালয়ের বরাবর স্মারকলিপি প্রদান করেছে। আজ রবিবার দুপুরে মৎস্যজীবি সমিতির নের্তৃবৃন্দ শহরের বড় ষ্টেশনে আলোচনা সভা শেষে শহর প্রদক্ষিন করে র্যালী নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ে যায়। স্মারকলিপিতে উল্লেখযোগ্য দাবিগুলোর প্রধান বিষয়বস্তু ছিলো পদ্মা-মেঘনায় ইলিশ ধরার কোনা গুল্টি সুতার সরকারিভাবে ফাঁসের সাইজ নির্ধারন না হওয়া পর্যন্ত জেলেদের যে অযথা হয়রানি না করা হয়। এ সময় উপস্থিত থেকে স্মারকলিপি প্রদান করেন চাঁদপুর জেলা মৎস্যজীবি সমিতির সিনিয়র যুগ্ন আহবায়ক তছলিম বেপারী,যুগ্ন আহবায়ক মানিক দেওয়ান,যুগ্ন আহবায়ক দেলোয়ার হোসেন মাঝি,সদস্য সচিব শাহআলম মল্লিক সহ অন্যাণ্যরা।
বক্তরা আলোচনা সভায় বলেন, বর্তমানে পদ্মা মেঘনা পাড়ের হাজার হাজার জেলেরা আবহমান কাল থেকেই বিভিন্ন সাইজের গুল্টি সুতার জাল দিয়ে নদীতে ইলিশ মাছ ধরে জীবিকা নির্বাহ করে আসছে। এদিকে সরকার প্রতিবছর নভেম্বর থেকে জুন পর্যন্ত ৮ মাস প্রথমে ৯ ইঞ্চি এবং ১০ ইঞ্চি ইলিশ মাছ ধরা নিশিদ্ধ করেছে। জেলেদের দীর্ঘদিনের দাবি ছিলো এ সাইজের উপর ইলিশ ধরার জন্যে জালের ফাঁেমর সাইজ নির্ধারন করে দেওয়া। কারন জাল ফেলে নদীতে নিচে থাকা অবস্থায় মাছ মেপে উপরে উঠানো সম্ভব নয়। জেলে সমিতির নের্তৃবৃন্দ আরো বলেন, তারা ইতি মধ্যে এ বিষয়ে সুরাহার জন্য দুর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রান মন্ত্রী মোফাজ্জল হোসেন মায়া বরাবর জালের নির্দিষ্ট ফাঁস নির্ধারনের জন্য দাবী জানান।
শিরোনাম:
মঙ্গলবার , ১৪ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।