চাঁদপুর সদর উপজেলার হরিনা ফেরি ঘাট এলাকায় জেলে ও পুলিশের মধ্যে ব্যাপক সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে পুলিশ সহ ৩০ জন জেলে ও এলাকাবাসি আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ২০ রাউন্ড ও কোস্টগার্ড ৬ রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে ৯ জন জেলেকে আটক করে। বুধবার দুপুর ১২ টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ইলিশের প্রজনন মৌসুম ও ডিম ছাড়ার সময় ৫ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত পদ্মা মেঘনায় সকল ধরনের মাছ নিধন, ক্রয়-বিক্রয় ও পরিবহন করা সরকারিভাবে সম্পূর্ন নিষেধ থাকলেও নিষেধাজ্ঞা অমান্য করে জেলেরা মাছ শিকার ও বিক্রি করার সময় হরিণা ফেরিঘাট এলাকায় পুলিশ ও কোস্টগার্ডের সদস্যরা অভিযান চালায়। এসময় শত শত জেলেরা ক্ষিপ্ত হয়ে পুলিশের উপর ইটপাটকেল মারতে থাকে। এতে কয়েকজন পুলিশ সহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছে বলে খবর পাওয়া যায়। পরে পুলিশ ও কোস্টগার্ড পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২৬ রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে। এসময় ঘটনাস্থল থেকে ১১ জেলেকে আটক করে ভ্রাম্যমান আদালতে দুই বছর করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করে। নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি) আমিনুর রহমান এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। চাঁদপুরের পুলিশ সুপার মো. আমির জাফর ও জেলা মৎস্য কর্মকর্তা মো. সফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
শিরোনাম:
সোমবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৫ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।