প্রতিনিধি
জাতীয় ১০ম সংসদ নির্বাচন ফলাফল বাতিল ও তত্বাবধায়ক সরকারের মাধ্যমে সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট সারাদেশ ব্যাপী অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচির মাধ্যমে ৯৬ ঘন্টার হরতালের শেষ দিন চাঁদপুরে ঢিলেঢালাভাবে পালন করা হয়েছে। জীবন যাত্রা ছিলো স্বাভাবিক। সকাল থেকেই শহরে চলাচলকারী ছোট পরিবহনগুলোর চলাচল ছিল। দুরপাল্লার বাস , ট্রাক ছাড়া যথারীতি লঞ্চ ও ট্রেন চলাচল ছিল স্বাভাবিক। চাঁদপুর জেলা ১৮ দলীয় জোট নেতাকর্মীরা সকাল থেকে চাঁদপুর পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে পিকেটিং করে ব্যাপক যানবাহন ভাংচুর করে । এসব যানবাহনের মধ্যে উল্লেখ্য যোগ্যছিল মোটর সাইকেল, রিক্সা ও অটোবাইক। এদিকে জেলা ১৮ দলীয় জোট ছাড়া বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শহরের সরকারি কলেজ থেকে শুরু করে বাস স্টেশন এলাকা পর্যন্ত মিছিল করেছে। জেলা বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট নেতাকর্মীরা সকাল থেকেই খন্ড খন্ড মিছিল নিয়ে জেলা বিএনপির কার্যালয়ে সমবেত হতে থাকে। সকাল সাড়ে ১১ টায় জেলা বিএনপির যুগ্ম সম্পাদক দেওয়ান মোঃ সফিকুজ্জামান,আক্তার হোসেন মাঝির নেতৃত্বে ১৮ দলীয় জোট অবরোধ ও হরতালের সমর্থনে একটি বিক্ষোভ মিছিল বের করে । মিছিলটি জেলা বিএনপির কার্যালয় থেকে বের হয়ে কালী বাড়ি মোড়, শহিদ মুক্তিযোদ্ধা সড়ক , হাজী মহসীন রোড ও নতুন বাজার হয়ে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। মিছিলে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান গাজী, জেলা যুবদলের সভাপতি শাহজালাল মিশন, সাধারন সম্পাদক আফজাল হোসেন, সাংগঠনিক সম্পাদ মোফাজ্জল হোসেন চান্দু, শহর যুবদলেরর আহ্বায়ক আব্দুল কাদের বেপারী, যুগ্ম আহ্বায়ক দ্বীন মোঃ জিল্লু, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী বিল্লাল হোসেন মিয়াজী, সদর থানা জামায়াতের আমীর জাহাঙ্গীর আলম প্রধান, সদর থানা জমায়াতে ইসলামীর সেক্রেটার অ্যাড. শাহজাহান খান, শহর জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আরিফুল্লাহ, জেলা ছাত্র দলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা ছাত্র শিবিরের সভাপতি নজরুল ইসলাম মারুফ, শহর ছাত্রশিবিরের সেক্রেটারী মোস্তফা কাউসার সহ ১৮ দলীয় জোট নেতাকর্মীরা। মিছিল শেষে জেলা বিএনপির কার্যালয়ের সামনে জেলা ১৮ দলীয় জোট সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ করে। এদিকে সকাল থেকে ওই স্থানে হরতাল ও অবরোধ সমর্থনকারীরা যানবাহন ভাংচুর করে ও যানবাহন চলাচলে বাধা প্রদান করে পিকেটিং করে। বাবুরহাট এলাকার মতলব সড়কে অবরোধ সমর্থনকারীরা মাঠে নামতে পারেনি। ইউনিয়ন আওয়ামীলীগ নেতাকর্মীরা সকাল থেকেই বাবুরহাট বাজার মতলব-পেন্নাই সড়ক নিজেদের দখলে রেখেছে। আওয়ামলীগ নেতাকর্মীরা মাঠ পর্যায়ে থাকায় ঐ ইউনিয়ন বিএনপি নেতাকর্মীরা রাস্তায় কোনো প্রকার মিছিল করতে পারেনি। আওয়ামীলীগ নেতাকর্মীরা স্থান ত্যাগ করলে ১৪ নং ওয়ার্ড বিএনপি ইউনিয়ন বিএনপি নেতাকর্মীরা মিছিল বের করে। অপর দিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ উপজেলার বাকিলা পূর্ব বাজারে অবরোধ ও হরতাল সমর্থনকারীরা বনবিভাগের সরকারি গাছ কেটে রাস্তায় প্রতিবন্ধকতা সৃ্িট করে । পরে হাজীগঞ্জ থানা পুলিশ রাস্তা থেকে কাটা গাছ সরিয়ে প্রতিবন্ধকতা মুক্ত করে।
শিরোনাম:
সোমবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৮ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
চাঁদপুর নিউজ সংবাদ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।