এম এ আকিব ॥
চাঁদপুর শহরের প্রসিদ্ধ ডেকোরেটর ব্যাবসায়ী মা ডেকোরেটরের স্বত্তাধিকারি গুয়াখোলা রোডের বাসিন্দা স্বপন সাহা অপহরণ নাকি গা ঢাকা দিয়েছে এ নিয়ে সংশয় দেখা দিয়েছে শহর বাসির মধ্যে। গত ১ সপ্তাহ যাবৎ নিখোজ রয়েছেন এ ব্যাবসায়ি।
জানা যায় ১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার স্বপন সাহা তার পরিবার ও ব্যাবসা প্রতিষ্ঠানের লোকজনদেরকে চট্রগ্রামে যাওয়ার কথা জানায় এবং ভোরে চাঁদপুর থেকে রওনা হয়ে যান। ঐদিন বিকালে চট্রগ্রাম থেকে মা ডেকোরেটরের ম্যানাজার স্বদেশ ভঞ্জের সাথে মোবাইলে কথাও বলেন। ঐ সময় তিনি চট্রগ্রাম থেকে ঢাকার উদ্দেশে বাস যোগে রওনা দিচ্ছেন বলে তাকে জানান। এর কিছু সময় পর থেকেই স্বপন সাহারব্যাবহৃত মোবাইল নাম্বারটি বন্ধ হয়ে যায়। এরপর থেকে আজ ৭ দিন অতিবাহত হয়ে গেলেও স্বপন সাহার কোন সন্ধান পাওয়া যায়নি। এ বিষয়ে ১৫ সেপ্টেম্বর সোমবার স্বপন সাহার ভাই মধু সাহা চাঁদপুর মডেল থানায় নিখোজ হওয়ার কথা উল্যেখ করে একটি সাধারন ডায়রী করেছেন। মা ডেকোরেটরের স্বত্তাধিকারি স্বপন সাহার নিখোঁজের ঘটনায় চাঁদপুর শহর জুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। শহরব্যপী লোক মুরেখ প্রচার হয় স্বপন সাহা চাঁদপুর শহরের অসংখ্য মাল্টিপারপাস ও ব্যাক্তি বিশেষের কাছ থেকে প্রায় ১ কোটি টাকা নিয়ে পালিয়ে গেছে।
এ ব্যাপারে খোজ নিয়ে কিছুটা সত্যতাও পাওয়া গেছে। চাঁদপুর শহরের সোনার বাংলা মাল্টিপারপাস থেকে ১৪ লক্ষ টাকা, প্রভাতি সমবায় সমিতি ও মাল্টিপারপাস থেকে ২০ লক্ষ টাকা, স্বদেশ মাল্টিপাস থেকে ২ লক্ষ টাকা, কামাল চৌধুরী থেকে ২ লক্ষ টাকা, মিশনরোড এলাকার লিলনের কাছ থেকে ১৪ লক্ষ টাকা, বাবুল দে‘র কাছ থেকে প্রায় ৩ লক্ষ টাকা সহ অন্যান্য আরো কয়েকজনের ২০ থেকে ২৫ লক্ষ টাকা নেয়ার ব্যাপারে অভিযোগ পাওয়া গেছে।
এছাড়াও জানা যায়, স্বপন সাহার কাছে বিভিন্ন সমিতি ও নানান ব্যাবসায়ির মোট প্রায় ১ কোটি টাকার মতো রয়েছে। তিনি এ টাকা নিয়ে আত্ম গোপন করেছে বলে একটি সুত্র থেকে জানাযায়। গতকাল মঙ্গল বার সকালে বিভিন্ন মাল্টি পারপারপাসের কর্মকর্তা ও ব্যাক্তি বিশেষরা স্বপন সাহার আত্মগোপনের কথা জানতে পেরে বিষয়টি তদন্তের জন্য রেলওয়ে হকার্স মার্কেটের স্বপন সাহার ব্যবসা প্রতিষ্ঠান মা ডেকোরেটরে এসে স্বপন সাহার সন্ধান করে । এ সময় পুরো মার্কেট ও শহর জুরে স্বপন সাহার নিখোঁজ ও আত্ম গোপনের বিষয়টি জানাজানি হয়ে যায়। এরপর থেকেই এ বিষয়টি চাঁদপুর শহরের টক অব দ্যা টাউনে পরিনত হয়। চাঁয়ের দোকান থেকে শুরু করে সর্বত্রই দিনভর আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাড়ায় এ বিষয়টি।