শাহরিয়ার খাঁন কৌশিক ॥
চাঁদপুরে পদ্মা ও যমুনার অয়েল কোম্পানীর এজেন্টারের তেল বিক্রিত টাকা আত্বসাৎকারী ২ প্রতারকের ছিনতাই নাটকের অবসান ঘটিয়ে পুলিশ তাদের আদালতে প্রেরন করেন। রবিবার দুপুরে আটক হেলপার কালু ও তার সহযোগী সাইফুলের জামিন না মঞ্জুর করে জেলা কারাগারে প্রেরন করার নির্দেশ দেয় আদালত। উদ্ধার হওয়া ৪ লক্ষ ২২ হাজার ৩৬০ টাকা মামলা তদন্তকারী কর্মকর্তা অনুপ চক্রবর্তী আদালতে হস্তান্তর করে। এদিকে দালাল চক্ররা আসামীদের ছাড়িয়ে নিতে ও মামলা রফাদফা করতে বাদী তাপস কুমার ভৌমিককে সাথে নিয়ে থানা পুলিশকে ম্যানেজ করতে দোড়ঝাপ করতে দেখা যায়।
উল্লেখ্য, লক্ষীপুর জেলার রামগঞ্জ থানার নন্দনপুর গ্রামের তাপস কুমার ভৌমিকের মালিকাধীন ঢাকা মেট্রো ড-১৪-৪০২০ তেলের লরীটিতে দীর্ঘ ৩ বছর যাবত যাবত কাচা কলোনীর রতন গাজীর ছেলে কালু গাজী হেলপার হিসেবে চাকুরী করে। তাপস কুমার পদ্মা ও যমুনার অয়েল কোম্পানীর ডিপোর তেল বিক্রির টাকা চালকের মাধ্যমে ব্যাংকে জমা দেন। গত সোমবার রাতে তেলের লরীর চালক আব্দুল রহিম হোটেলে থেকে তেল বিক্রির নগদ ৪ লক্ষ ৩৩ হাজার ৩শ’৬০ টাকা ও ৩ লক্ষ ৯৭ হাজার ২শত ৬০ টাকার পে-অর্ডার ব্যাংকে জমা দেওয়ারর জন্য হেলপার কালু গাজীর হাতে তুলে দেয়। পরদিন মঙ্গলবার সকাল ৮ টায় কালু গাজী টাকা ও পে অর্ডার নিয়ে বাসা থেকে বের হওয়ার পর ৩ দিন যাবত নিখোজ থাকে। অবশেষে খবর পেয়ে পুলিশ তাকে বাড়ি থেকে আটক করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে সে অচেতন হওয়ার নাটক করে সে বিছানায় পরে থাকে। পরে পুলিশ তাকে সেখান থেকে আটক করে চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতালে এনে ডাক্তারকে দেখায়। অচেতনের নাটক বুঝতে পেরে পুলিশ তাকে হাসপাতাল থেকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করলে প্রকৃত ঘটনা উদঘাটন হয় ও আত্বসাৎ করা টাকা উদ্ধার করা সম্ভব হয়।