শাহরিয়ার খাঁন কৌশিক ॥ চাঁদপুরে ২৪ঘন্টায় টানা ভারি বর্ষনে ৮৮ মি.মিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অভিরাম বর্ষণে শহরের প্রধানসড়ক সহ ভিবিন্ন অঞ্চল জলাবদ্ধায়তায় কৃত্রিম বন্যার সৃষ্টি হয়েছে। এতে করে শহর ও শহরতলীর হাজার হাজার মানুষ চরম দূর্ভোগের শিকার হচ্ছে। জলাবদ্ধতার কারণে বহু মানুষ পানিবন্ধি হয়ে পড়েছে ও কর্মস্থলে যেতে পারছে না অনেকে। এছাড়াও চাঁদপুরের মেঘনা ধনাগোদা ও চাঁদপুর সেচ প্রকল্পেও জলাবদ্ধাতা সৃষ্টি হয়েছে। পদ্মা-মেঘনা ও ডাকাতিয়া নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। চাঁদপুরে প্রবল বর্ষনে নতুনবাজার পানি নিষ্কাশন হওয়ার সময় পানির চাপে লন্ডন ঘাট, হোটেল সফিনা সামনে ড্রেন হঠাৎ করে ধসে পরেছে। এতে আবাসিক হোটেলটি ধসের আশংকা হয়েছে। খবর পেয়ে চাঁদপুর পৌরসভার ইঞ্জিনিয়ার ও কর্মকর্তারা গতকাল শনিবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় তারা বলেন অবিলম্বে ধসে যাওয়া ড্রেনটি পুনঃরায় নতুন ভাবে সংস্কার করা হবে।
সরেজমিন ও চাঁদপুর আবহাওয়া অফিস কর্মকর্তা শামছুদ্দোহার সাথে আলাপ করে জানাগেছে, চাঁদপুরে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার বিকেল পর্যন্ত টানা ভারি বর্ষণে ৮৮ মি.মিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই ভারি বর্ষণে শহরের ঐতিহ্যাবাহী পালবাজার, রেলওয়ে ১৪নং কোয়ার্টার, উত্তর শ্রীরামদী জামতলা, কুলি বাগান, বড় ষ্টেশন মাদ্রাসা রোড, রহমতপুর কলোনী, পালপাড়া, প্রফেসর পাড়া, নাজির পাড়া, বিষ্ণুদী ব্যাংক কলোনী এলাকা জলাবদ্ধতায় পানি বৃদ্ধি পেয়ে সড়ক ও বসতঘর তলিয়ে গেছে। শহরের অধিকাংশ সড়ক এখন পানির নিচে এবং চাঁদপুর সরকারি কলেজ ও হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে জলবাদ্ধায় হাটু সমান পানি হওয়ায় শিশুদেরকে মাছ শিকার করতে দেখা যায়।
চাঁদপুর সরকারি কলেজ জামে মসজিদ, নাজির পাড়া এলাহী জামে মসজিদ বৃহস্পতিবার রাত থেকে পানিতে তলিয়ে যাওয়ার কারণে সেখানে জামায়াতে নামাজ পড়তে পারছেনা মুসল্লীরা। এছাড়া চাঁদপুরের মেঘনা ধনাগোদা ও চাঁদপুর সেচ প্রকল্পে ব্যাপক বৃষ্টিপাতের কারণে ফসলী জমিগুলো তলিয়ে গেছে। অনেকে নতুন বীজ রোপনের জন্য বীজতলা তৈরী করলেও এখন ওই সব জমিগুলো ৫/৬ফুট পানির নিচে।
অপরদিকে চাঁদপুরের পদ্মা-মেঘনার পাড়ে অবস্থিত প্রায় ৩০টি চরাঞ্চলের মানুষ গত কয়েকদিনের বৃষ্টি ও নদীর পানি বৃদ্ধি পাওয়ায় পানি বন্ধি হয়ে পড়েছে। নদী উত্তাল হওয়ার কারণে তারা জেলা সদরে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং মাছ শিকারেও যেতে পারছে না।
শিরোনাম:
মঙ্গলবার , ১৯ জানুয়ারি, ২০২১ খ্রিষ্টাব্দ , ৬ মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।