চাঁদপুর: ১৮ দলীয় জোটের ডাকা হরতালে চাঁদপুরে বিভিন্ন রাস্তায় গাছের গুড়ি ফেলে, টায়ারে আগুন দিয়ে সড়ক অবরোধ করে রাখে হরতালকারীরা।
রোববার ভোর ৬টা থেকে ৮টা পর্যন্ত এ অবস্থা লক্ষ করা গেছে।
চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের মিয়ার বাজার ও ঘোষের হাট এলাকায় কয়েকটি গাছ কেটে ফেলে রাখে হরতাল সমর্থনকারীরা।
এছাড়া একই সড়কের বাবুরহাট এলাকায় রাস্তায় টায়ার ও লাকড়িতে আগুন দিয়ে সড়ক অবরোধের চেষ্টা করে তারা।
পরে পুলিশ এসে গাছের গুড়ি ও আগুন সরিয়ে ফেললে রাস্তায় যান চলাচল স্বাভাবিক হয়।
এছাড়া বিভিন্ন স্থানে হরতালকারী অবস্থান নিয়ে যানচলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে দেখা গেছে।
চাঁদপুরের পুলিশ সুপার আমির জাফর জানান, শনিবার রাত থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত বিএনপির-জামায়াতের ৪ জনকে আটক করা হয়েছে। এছাড়া নিয়মিত অভিযানে আরও ৫৫ জনকে বিভিন্ন মামলায় গ্রেফতার করা হয়েছে।