প্রতিনিধি
চাঁদপুরে টোকাইদের উৎপাতে নতুন বাজার এলাকা গ্যাসহীন হয়ে পড়ে। এতে জনমনে দেখা দেয় নতুনভাবে আতংক। জানা যায়, চাঁদপুর শহরের নতুনবাজার এলাকার পুরাতন আদালত পাড়া পুলিশ ফাঁড়ির সংলগ্ন মামুন পাটওয়ারীর বাসা থেকে টোকাইর দল পানির পাইপ ভেবে গ্যাসের লাইজার ভেঙ্গে ফেলে। এতে ভয়াবহভাবে গ্যাস নিগৃহিত হতে থাকলে আশপাশের বাসায় আতংক ছড়িয়ে পড়ে। বিভিন্ন বাসার মানুষজন দিগ্বিদিক ছুটা ছুটি করতে থাকে। নতুন বাজার পুলিশ ফাঁড়ির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। স্থানীয় লোকজন ভয়াবহতার হাত থেকে রক্ষা পেতে ও নিগৃহিত গ্যাস বন্ধ করার চেষ্টা করে। উপায়ন্তর না পেয়ে বাখরাবাদ গ্যাস কোম্পানীকে বিষয়টি অবগত করলে নতুন বাজার এলাকার গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়া হয়। এতে সকাল সোয়া ৭টা থেকে পৌঁনে ৯টা পর্যন্ত প্রায় ২ ঘন্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকায় নতুন বাজার এলাকার বিভিন্ন হোটেল রেঁস্তোরা ও বাসা বাড়ির লোকজন বিপাকে পরে। পরে সকালে মামুন পাটওয়ারীর রাইজার মেরামত করা হলে বাখরাবাদ গ্যাস কোম্পানী গ্যাস সরবরাহ শুরু করে। স্থানীয় লোকজন গ্যাসের রাইজার ভাঙ্গার বিষয়টি টের পাওয়ায় বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে নতুন বাজার এলাকা রক্ষা পেয়েছে।
উল্লেখ্য, কাগজ ও পানির বোতল থেকে শুরু করে সবকিছুই এখন বিক্রি হচ্ছে দেদারছে। চাঁদপুর শহরে গড়ে ওঠা ভাঙ্গারীর (পুরাতন জিনিসপত্র ক্রয়কারী) পাইকারী দোকানগুলো টোকাই কিসিমের ছেলে-মেয়েদের এ কাজে ব্যবহার করছে। এ সকল ছিন্নমূল অল্পবয়সী টোকাইরা প্রতিদিন ভোররাতে চাঁদপুর শহরের পাড়া-মহল্লায় এবং সড়কগুলোর পাশ থেকে পড়ে থাকা কাগজ, প্লাস্টিক, মিনারেল ওয়াটারের বোতল এবং লৌহ জাতীয় এবং সিলভারসহ হরেক আইটেমের জিনিসপত্র কুঁড়িয়ে এনে বিক্রি করে থাকে। এদের মধ্যে অনেকেই সুযোগ বুঝে মানুষের বাসা-বাড়ির আঙ্গিনা এবং রান্না ঘরে থাকা সরঞ্জামসহ পানির পাইপ ও বাথরুমের পাইপ এবং লৌহ জাতীয় দ্রব্য চুরি করে এনে বিক্রি করে থাকে। এসকল টোকাইদের উৎপাত ও যন্ত্রণা অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। শুধু তাই নয়, শহরে নতুন নতুন স্থাপনা নির্মাণাধীন স্থলে দলবেধে প্রবেশ করে নির্মাণের সরঞ্জাম ও চুরি করে পার পেয়ে যাচ্ছে। এ কাজ করতে এসে যদি কেউ ধরা পড়ে ঠিক তখন ভাঙ্গারী দোকানের মালিক ছুটে আসেন এদের ছাড়িয়ে নিতে।
শিরোনাম:
মঙ্গলবার , ১১ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৯ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।