প্রতিনিধি
দুর্বৃত্তদের ছোড়া পেট্রোল বোমা থেকে নিজেকে রক্ষা করতে ট্রাক থেকে লাফিয়ে পড়েও বাঁচতে পারলো না হেলপার মোতালেব (৪৫)। নিজ গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ গেলো তার। ঘটনাটি ঘটেছে চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের আতঙ্কের জনপদ নামে খ্যাত ঘোষেরহাটের বটতলা এলাকায়। গতকাল বুধবার রাত অনুমান ১১টায় এ ঘটনা ঘটে। অবরোধ সমর্থনকারী দুর্বৃত্তরা এ ঘটনাটি ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। আর এটি চাঁদপুরে হরতাল-অবরোধে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় প্রথম মৃত্যু। ঘটনার পর পর পুলিশ সুপার মোঃ আমির জাফরসহ পুলিশের অন্যান্য কর্মকর্তা ঘটনাস্থলে যান।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ থেকে টাইলস্ নিয়ে ট্রাকটি চাঁদপুর শহরের দিকে আসছিল। এ সময় ট্রাকে চালক, টাইলস্ মালিক ও হেলপার ছিলো। ঘোষেরহাটের বটতলার কাছে ট্রাকটি পৌঁছলে দুর্বৃত্তরা ট্রাকটিকে লক্ষ্য করে একটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। সাথে সাথে ট্রাকের চালক ও টাইলস্ মালিক চলন্ত ট্রাক থেকে দ্রুত নেমে যায়। আর হেলপার মোতালেব নামার সময় চলন্ত ট্রাকের নিচে পিষ্ট হয়ে তার মাথা চূর্ণ-বিচূর্ণ হয়ে ঘটনাস্থলেই সে প্রাণ হারায়। এ সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। হতভাগ্য হেলপার মোতালেবের বাড়ি চট্টগ্রামের পাহাড়তলীতে বলে জানিয়েছেন পুলিশ সুপার। নিক্ষিপ্ত পেট্রোল বোমার আঘাতে ট্রাকে আগুন না লাগলেও নিহত হেলপারের পরিধেয় প্যান্টের নিচের অংশে আগুনে পোড়ার দাগ রয়েছে বলে পুলিশ জানিয়েছে। এলাকাটি পুলিশ ঘিরে রেখেছে।
রাত সাড়ে ১২টায় পুলিশ সুপার মোঃ আমির জাফরের সাথে কথা হলে তিনি চাঁদপুর নিউজকে জানান, নিহত হেলপার মোতালেবের লাশ মর্গে আনা হয়েছে, ট্রাকের চালক ও টাইলস্ মালিক অক্ষত রয়েছে। টাইলস্রে মালিক মতলব দক্ষিণ উপজেলার, তার নাম মাসুদ। তার সাথে ঘটনাস্থলেই সরাসরি আমাদের কথা হয়েছে। আর ট্রাক চালকের সাথে মোবাইলে কথা হয়েছে। দুর্ঘটনার পর ট্রাক চালক তার বাড়ির দিকে চলে যায় বলে পুলিশ সুপার জানান।
উল্লেখ্য, এর আগেও ঘোষেরহাট এলাকায় চলমান অবরোধের সময় গত ৫ জানুয়ারি দুর্বৃত্তরা ট্রাকে ও ২৪ জানুয়ারি প্রবাসীর ট্যাক্সিক্যাবে আগুন দেয় এবং মালামাল লুট করে নিয়ে যায়। এমনিভাবে হরতাল-অবরোধের সময় প্রায় প্রতিদিনই ঘোষেরহাট এলাকায় একের পর এক ঘটছে গাড়ি ভাংচুর, মালামাল লুট ও অগ্নিসংযোগের ঘটনা। চাঁদপুরের কোথাও কোনো ধরনের নাশকতা না হলেও ঘোষেরহাট এলাকায় প্রতিদিনই ঘটছে নানা সন্ত্রাসী কার্যকলাপ। এ নিয়ে প্রশাসন ও আওয়ামী লীগ নেতাদের নানা পদক্ষেপের আশ্বাসের বাণী শোনা গেলেও বাস্তবে এর কিছুই দেখা যায়নি। যার ফলে বলি হতে হলো ট্রাক হেলপার মোতালেবকে। এ রূটে দিনে-রাতে চলাচলের সময় আইনশৃঙ্খলা বাহিনীকে তেমন একটা দেখা যায়নি বলে স্থানীয় জনগণ জানিয়েছেন। এ নিয়ে সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ও চরম ক্ষোভ বিরাজ করছে।