চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার শাহতলী এলাকায় ট্রাক্টরের ধাক্কায় নুপুর আক্তার মিম (৭) নামে এক শিশুর নিহত হয়েছে।
বুধবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিম পাইকদি গ্রামের শুক্কুর শেখের মেয়ে ও শাহতলী আদর্শ একাডেমির প্রথম শ্রেণীর ছাত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মিম স্কুলে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে শহরতলী এলাকায় রাস্তা পারাপার হচ্ছিল। এসময় পেছন থেকে একটি মালবাহী ট্রাক্টর তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) এ বি এম গোলাম কিবরিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, ট্রাক্টরটি আটক করা হলেও চালক পালিয়ে যায়।
লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।