মিজানুর রহমান রানা
চাঁদপুররের মহামায়া ঘোষেরহাট এলাকায় রোববার দুপুরে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে শিশু কন্যাসহ এক গৃহবধূ নিহত হয়েছেন, আহত হন আরো তিন জন।
নিহতরা হলেন তাহমিনা (২০) ও তার এক মাস বয়সী মেয়ে তাসকিন। আহতরা হলেন শরীফ হোসেন (২২), অটোরিকশার চালক তাহের (৪০) ও তাহমিনার স্বামী সহিদ হোসেন (২৫)। সহিদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত কুমিল্লা পাঠানো হয়েছে। আহতদেরকে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল কাইয়ুম জানান, সিএনজি চালিত অটোরিকশাটি চাঁদপুরের বাকিলা থেকে বাবুরহাট যাচ্ছিল। চাঁদপুর-কুমিল্লা সড়কের ঘোষেরহাট এলাকায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং এরপর ট্রাকটি পাশের একটি গাছে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দুই জন নিহত হন। এ ঘটনায় ট্রাক কিংবা চালককে আটক করা যায়নি বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
শিরোনাম:
সোমবার , ২১ এপ্রিল, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৮ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।