রফিকুল ইসলাম বাবু ঃ
চাঁদপুরের ট্রাফিক বিভাগের শহর ও যানবাহন পরিদর্শক মোঃ দেলোয়ার হোসেনের বিরুদ্ধে নিয়ম বহিভূত ভাবে কাঁচামালসহ পিকআপ ভ্যান আটকের অভিযোগ পাওয়া গেছে। যদিও ট্রাফিক আইনে নিয়ম রয়েছে কাগজপত্র সংক্রান্ত কোন কারনে কাঁচামালবাহী যানবাহন আটক করা যাবে না। কিন্তু তিনি সে আইনের নিয়ম ভেঙ্গে ড্রাইভার এবং মালিক পক্ষের কোন কথা না শুনেই কাঁচামালসহ পিকআপ ভ্যানটি আটক করে পুলিশ লাইনের ভেতর নিয়ে যান বলে অভিযোগ উঠেছে। গাড়ির চালক হাবিব হাওলাদার জানান তিনি গত ১৯ এপ্রিল বুধবার বিকেলে চাঁদপুর সদর উপজেলার বাকরপুর আখনের ঘাট এলাকা থেকে কৃষক সফিক জমাদারের চাষকৃত আলু নিয়ে ঢাকা মেট্রো-ন ১৬-৪২১৭ নম্বরের একটি পিকআপ ভ্যানে করে কুমিল্লার উদ্দেশ্যে যাচ্ছিলেন। পিকআপ ভ্যানটি বাবুরহাটস্থ পুলিশ লাইনের সামনে আসলে টি আই মোঃ দেলোয়ার হোসেন গাড়িটির কাগজপত্রে ত্রুটি থাকায় গাড়িতে থাকা ওই কাঁচামাল আনলোড না করেই পিকআপ ভ্যানটি আটক করেন। সে আরো জানায় এ সময় তারা গাড়ি থেকে আলু গুলো নিয়ে যেতে চাইলেও তিনি তাদের কোন কথাই কর্ণপাত করেননি। এমনকি তাদের গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র হারিয়ে যাওয়ার বিষয়ে চাঁদপুর মডেল থানায় করা জিডির কপিও দেখতে চাননি বলে চালক ও মালিক পক্ষের অভিযোগ। এদিকে টি আই দেলোয়ার হোসেনের নিয়ম বর্হিভূতভাবে গাড়ি আটক করার খেসারত দিচ্ছেন নিরহ কৃষক সফিক জমাদার। পরে খবর নিয়ে জানা যায় ২০ এপ্রিল দুপুরে দেলোয়ার হোসেন ট্রাফিক আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে পিকআপ ভ্যানটি ছেড়ে দেন। কিন্তু ততক্ষনে ভ্যানে থাকা অনেক আলু নষ্ট হয়ে যায়। এ ব্যাপারে চাঁদপুর ট্রাফিক বিভাগের শহর ও যানবাহন পরিদর্শক মোঃ দেলোয়ার হোসেন জানান, ট্রাফিক আইনে কাঁচামালসহ গাড়ী আটক করার নিয়ম নেই। গাড়িটির কাগজপত্র না পাওয়ায় সেটি আটক করেছি ঠিক তবে তাদেরকে বলেছি অন্য কোন গাড়ি এনে মালগুলো নামিয়ে নিয়ে যাওয়ার জন্য। তারা তো মিথ্যে বলতেই পারে। আমি তাদেরকে বলেছি মাল অন্য কোন গাড়ি দিয়ে নিয়ে যেতে কিন্তু তারা নেয়নি।