এম এ আকিব ॥
চাঁদপুরে ট্রাফিক পুলিশ সিএনজি প্রতি মাসে ২ হাজার টাকা মাশোয়ারা নিচ্ছে, এমন অভিযোগ করেছেন সয়ং সিএনজি অটোরিক্সা মালিক শ্রমিক ইউনিয়নের চাঁদপুর জেলা শাখার সভাপতি মোঃ রিপন হোসেন। তিনি জানান দির্ঘদিন ধরে চাঁদপুরের সিএনজি ড্রাইভারদের কাছ থেকে এ টাকা আদায় করছে বলে তার কাছে নিয়মিত অভিযোগ করে যাচ্ছেন সিএনজি ড্রাইভাররা। এসব টাকা সয়ং চাঁদপুরের ট্রাফিক পুলিশের টি আইর নির্দেশেই আদায় করা হচ্ছে বলে জানা গেছে।
এ বিষয়ে চাঁদপুর জেলা সিএনজি অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি রিপন হোসেনের সাথে আলাপ কালে তিনি আরো জানান, প্রোয়োজনের তুলনায় রোডে অতিরিক্ত সিএনজি চলাচল করায় মালিক জমা উঠাতে গিয়ে হিমশিম খাচ্ছে ড্রাইভাররা। এর মধ্যে আবার ট্রাফিক পুলিশের এমন মাশোয়ারা আদায়ের কারণে অধিকাংশ চালকের ড্রাইভিং লাইসেন্স না থাকলেও তারা লাইসেন্স করতে চাইছে না। তিনি বলেন, এটি সম্পুর্ণ আইন প্রোয়োগকারী সংস্থারই দুর্বলতা। কারণ হিসেবে তারা বলছেন, ট্রাফিক পুলিশ যেহেতু আমাদের কাছথেকে প্রতিমাসে ২হাজার টাকা করে মাশোয়ারা নিচ্ছে। তাই আমরা মনে করি আমাদের লাইসেন্স করার কোন প্রয়োজন নেই।
এ ছাড়াও তারা সিএনজি পেলেই মামলাও দিচ্ছে আবার গাড়িও থানায় নিয়ে আটক করে রাখছে। বিনিময়ে আটককৃত প্রতিটি সিএনজি থেকে ৫-৮ হাজার টাকা পর্যন্ত আদায় করে নিচ্ছে। এমনই এক ঘটনায় গত শনিবার চাঁদপুর জেলা সিএনজি অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের কোষাধ্য নূরু খানের একটি সিএনজি আটক করে ট্রাফিক পুলিশ। অথচ ফারুক নামের একজন ট্রাফিক এই সিএনজি থেকে প্রতি মাসে এক্সট্রা ৩০০ টাকা করে নিতো। পরে রোববার সকালে ট্রাফিক ইন্সপেক্টর আব্দুর রহমান ৮ হাজার টাকা চাইলে অনেক অনুরোধের পর ৫ হাজার টাকার বিনিময়ে সিএনজি ছাড়িয়ে আনা হয়েছে। এ টাকা কিশের বিনিময়ে দেয়া হয়েছে জানতে চাইলে তিনি বলেন, কেস শ্লিপে জরিমানার কথা বা মামলার কোন ধারা উল্যেখ করা নেই। কিন্তু আইনানুযায়ী কেস শ্লিপে মামলার ধারা ও কোন কারণে কত টাকা জরিমানা করা হয়েছে তা উল্যেখ করার কথা ছিলো। জানা যায় নিয়মানুযায়ী ড্রাইভিং লাইসেন্সে না থাকলে সর্বোচ্চ ৫শত টাকা, সিএনজির রেজিস্ট্রেশন না থাকলে সর্বোচ্ছ ২হাজার টাকা ও রোড পার্মিট না থাকলে সর্বোচ্ছ ২হাজার টাকা জরিমানা করার বিধান রয়েছে। এসব আইন সয়ং ট্রাফিক পুলিশই নিয়মিত অমান্য করে যাচ্ছে।
এ ব্যাপারে চাঁদপুরের ট্রাফিক পুলিশের টিআই আব্দুর রহমানের কাছে জানতে মোবাইলে কয়েকবার কল করা হলেও তিনি মোবাইল রিসিভ করেননি।
শিরোনাম:
বুধবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৭ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।