শওকত আলী
চাঁদপুরে ট্রেনের সাথে আঘাত লেগে অজ্ঞাত (২৩) এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, শনিবার দুপুর দেড়টায় চাঁদপুর – লাকসাম রেল পথের হাজিগঞ্জ স্টেশন থেকে ১কি: মি: পূর্বে ব্রীজের কাছে।
রেলওয়ে পুলিশ সূত্রে জানাযায়, হাজিগঞ্জ স্টেশন থেকে একটি রিলিফ গ্যাংকার ট্রেন লাকসামের দিকে পাথর নিয়ে যাচিছল। এ সময় অজ্ঞাত যুবকটি রেল লাইনের উপর দাড়িয়ে ছিল। ট্রেনের চালক অনেকবার হুইসাল দিলেও যুবকটি লাইন থেকে সরে দাড়ায়নি। যার ফলে ঘটনাস্থলে ট্রেনে সাথে আঘাত লেগে যুবটি মাথা ফেঁটে মারা যায়। তাৎক্ষনিক এলাকাবাসী থেকে শুনে হাজিগঞ্জ স্টেশন মাস্টার চাঁদপুর রেলওয়ে পুলিশ কে ঘটনা সম্পকে অবগত করা হয়। চাঁদপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ উছমান গনি পাঠানের নির্দ্দেশে
থানার এ এস আই কামাল হোসেন ঘটনাস্থল থেকে লাশটি উদ্বার করে চাঁদপুর রেলওয়ে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে রেলওয়ে থানার অফিসার ইনচার্জ উছমান গনি পাঠান জানান,লাশটি উদ্বার করা হয়েছে। লাশের শরীরে পাঞ্জাবি পড়িহিত ছিল। পরনে কোন কিছু ছিলনা । ধারনা করা হচেছ,যুবটি পাগল প্রকৃতির হবে। যুবকের লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। লাশের কোন পরিচয় না পাওয়া গেলে আঞ্জুমানে মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে চাঁদপুর রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ১/তাং১৩-৫-১ঁ৭।