শওকত আলী ।
চাঁদপুর- লাকসাম রেলপথে ট্রেনের ছাদ থেকে পরে এক যুবক ত্রিখন্ডিত হয়েগেছে বলে রেলওয়ে পুলিশ সুত্রে জানা গেছে। ঘটনাটি ঘটেছে, সোমাবার দুপুরে চিতোশী ২ নং ব্রিজ সংলগ্ন পিয়ারাপুর এলাকায়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছেন। এব্যাপারে চাঁদপুর রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়।
চাঁদপুর রেলওয়ে থানার উপ-পরির্শক আঃ ছাত্তার জানান, চট্টগ্রাম-চাঁদপুরের মধ্যে চলাচলকারী সাগরিকা এক্সপ্রেস ট্রেনটি লাকসাম থেকে ছেড়ে আসছিল। হঠাৎ শাহরাস্তি উপজেলার মেহের গ্রামের মেজবা উদ্দিনের ছেলে, রহমত আলী (৩০) ট্রেনের ছাদ থেকে অপর ট্রেনে যাওয়ার সময় ছাদ থেকে দুই ট্রেনের মাঝখানে পড়েযায়। এতে করে সে ঘটনাস্থলই তার দেহ ত্রিখন্ডিত হয়ে যায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।