শওকত আলী: চাঁদপুরে ট্রেনে কাটা পড়ে ডিম বিক্রেতা গুরুতর
আহত হয়ে । বৃহস্পতিবার (৬ জুলাই) বিকেল সাড়ে 5 টার দিকে মহামায় মধুরোড রেলস্টেশনে সাগরিকা এক্সপ্রেসে এ দুর্ঘটনা ঘটে।আহত ডিম বিক্রেতা কুমিল্লার লাকসাম উপজেলার সনগাঁও গ্রামের ইধু মিয়ার ছেলে সোহেল (১৮)। সে ট্রেনে ফেরি করে ডিম বিক্রি করে জীবিকা নির্বাহ করতো।
হাসপাতালে আহত অবস্থায় সোহেল জানায়, ‘লাকসাম থেকে ডিম বিক্রির
উদ্দেশ্যে সাগরিকা এক্সপ্রেসে উঠে। পরে চাঁদপুর মহামায় মধুরোড রেলস্টেশনে রেলের
এক বগি থেকে আরেক বগিতে যাওয়ার সময় পা
ফসকে নিচে পড়ে যায়।’ওই এলাকার প্রত্যক্ষদর্শী মো. ওসমান গনি ও
আবদুল অহিদ জানায়, ‘ট্রেনের নিচে মানুষ পড়ছে শুনে আমরা দ্রুত এগিয়ে
এসে তাকে হাসপাতালে নেয়ার ব্যবস্থা করি।’চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. নাজমুল আবেদীন জানান, ‘তার অবস্থা
গুরুতর , তার ডান পা ও বাম হাত অনেকটা বিচ্ছিন্ন হয়ে গেছে । তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।’
শিরোনাম:
শনিবার , ২৮ জানুয়ারি, ২০২৩ খ্রিষ্টাব্দ , ১৫ মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।