আগামী ৩ জানুয়ারি ২০১৫ খ্রিঃ শনিবার চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ে ডাচ্ বাংলা ব্যাংক-প্রথম আলো আঞ্চলিক গণিত উৎসব অনুষ্ঠিত হবে। বিজয়ীরা ফেব্রুয়ারি মাসে ঢাকায় অনুষ্ঠিতব্য ত্রয়োদশ বাংলাদেশ গণিত অলিম্পিয়াডে অংশ নেবে। বাংলাদেশ গণিত উৎসব বিজয়ীরা ২০১৫ সালে থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য ৫৬তম আন্তর্জাতিক গণিত উৎসবে অংশগ্রহণ করবে। চাঁদপুরে আঞ্চলিক গণিত উৎসবে কুমিল্লা ও চাঁদপুর জেলার ৬শ’ প্রতিযোগী অংশগ্রহণ করবে। আগে আসলে আগে পাবে ভিত্তিতে চাঁদপুর জেলা থেকে মোট চারটি বিভাগে ৪শ’ প্রতিযোগী রেজিস্ট্রেশন করতে পারবে। ২০১৪ সালে ছাত্র-ছাত্রীরা যে শ্রেণিতে অধ্যয়নরত ছিলো তার উপর ভিত্তি করে রেজিস্ট্রেশন করতে পারবে। ইতিমধ্যে চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়ে গেছে।
প্রতিযোগিতার বিভাগসমূহ : ৩য় শ্রেণি-৫ম শ্রেণি-ক বিভাগ, ৬ষ্ঠ শ্রেণি-৮ম শ্রেণি-খ বিভাগ, ৯ম শ্রেণি-১০ম শ্রেণি/এসএসসি পরীক্ষার্থী-গ বিভাগ এবং একাদশ শ্রেণি-দ্বাদশ শ্রেণি/এইচএসসি পরীক্ষার্থী-ঘ বিভাগ।
রেজিস্ট্রেশনের স্থান ও সময় : হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়, চাঁদপুর সদর, চাঁদপুর। প্রতিদিন সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রেজিস্ট্রেশনের সময়। পরিচয়পত্র/বেতন রসিদ/ফলাফল বই-এর ফটোকপি সঙ্গে আনতে হবে। গণিত উৎসবের যে কোনো বিষয় জানতে আলম পলাশ-০১৭১৩-১০৩৮৭১ ও জাকির-০১৮১৮-৮৭০৮১১ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।