স্টাফ রিপোর্টার
চাঁদপুর স্টেডিয়ামের প্যাভিলিয়নে শুরু হওয়া ৫ দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী ও কম্পিউটার মেলা জমে উঠেছে। প্রতিদিনই স্কুল পড়ুয়া ছাত্র-ছাত্রীরা মেলায় অংশ নিচ্ছে। মেলায় অংশ নেয়া বিভিন্ন কম্পিউটার ও ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র থেকে নতুন নতুন অনেক কিছু সম্বন্ধে জানছে। মেলার স্টলগুলো ছাত্র-ছাত্রীদের জন্য সুলভ মূল্যে কম্পিউটার যন্ত্রাংশ বিক্রি করছে। প্রতিদিনই আয়োজকদের পক্ষ থেকে ছাত্র-ছাত্রীদের জন্য সেমিনারের ব্যবস্থা করা হয়েছে।
চাঁদপুর জেলা প্রশাসন ও চাঁদপুর কম্পিউটার সমিতির আয়োজনে ৫ দিনব্যাপী মেলার আজকের সকালের সেমিনারে প্রধান অতিথি থাকবেন ঢাকা চেম্বার অব কমার্সের সভাপতি ও বিশিষ্ট কম্পিউটার ব্যবসায়ী সবুর খান।