স্টাফ রিপোর্টার ঃ
চাঁদপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক পৃথক অভিযানে শহরের বিভিন্ন স্থান থেকে ৫শ’ ১৭ পিচ ইয়াবা সহ ৮ ব্যাক্তিকে আটক করা হয়। আটককৃতরা হলো, শহরের পুরাতন আদালত পাড়ার (লেংটা বাড়ির) মৃত. আবুল কালাম মজুমদারের পুত্র খোকন মজুমদার (৩০), রানা মজুমদার (২৫), লক্ষ্মিপুর ইউনিয়নের শ্রীরামদী এলাকার হাবিবুর রহমানের পুত্র মনির হোসেন (৩১), জামতলা এলাকার মৃত. ফজলুল হকের পুত্র শাহজাহান বেপারী (৩২), আদালত পাড়ার ছিদ্দিকুর রহমানের পুত্র শাহাদাৎ হোসেন বাবুল (৪৭), বিষ্ণুদী ব্যাংক কলোনী এলাকার মৃত. লোকমান হোসেনের পুত্র সজিব হোসেন (সেতু) (১৯), মতিন মিজির পুত্র সাইফুল ইসলাম সৈকত (২০) ও তোফাজ্জল হোসেনের পুত্র আব্দুল মমিন উজ্জ্বল (২১) সর্ব সাং উত্তর বিষ্ণুদী।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, (এসআই) খন্দকার মোঃ ইসমাইল গোপন সংবাদের ভিত্তিতে এএসআই আহসানুজ্জামান সহ সঙ্গীয় ফোর্স নিয়ে সোম ও মঙ্গলবার শহরের শহীদ মিনার সংলগ্ন রেললাইনের উপর থেকে ও আউটার ষ্টেডিয়ামের সুইমিং পোল এলাকা এবং ষ্টেডিয়াম রোড এলাকা থেকে পৃথক তিনটি অভিযান চালিয়ে এ ৮জনকে ৫শ’ ১৭ পিচ ইয়াবা সহ আটক করা হয়। আটককৃত ব্যাক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়।