স্টাফ রিপোর্টার:
চাঁদপুরে গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে মাদকসহ শশুর পুত্রবধুকে ৯ জনকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিরা হলো চাঁদপুর ৫ নং ঘাট রেলওয়ে কলোনির শহরের মৃত দেলোয়ার হোসেন গ্জাী ছেলে শহিদুল ইসলাম ওরফে সোহেল গাজি(৩০), বড় ষ্টেশন ক্লাব রোড শ্রমিক কলোনীর সিরাজের ছেলে মো.সুজন ,পুরান বাজার রিফোজি কলোনী অলি আহম্মদ ছেলে নুরু বেপারি (২৫), ঘোষ পাড়ার যুবরাজ ঘোষের ছেলে সঞ্জয় ঘোষ (৩০)। সদর উপজেলার পশ্চিম সকদি গ্রামের ঘোষের গো বাড়ির মৃত আমির হোসেন ছেলে শশুর মোঃ আঃ রশিদ( ৪৯) ও ছেলে কামালের স্ত্রী সুমাইয়া বেগম (২৫) ।
গোয়েন্দা সূত্রে জানা যায়, উপ-পরিদর্শক (এসআই) খন্দকার মো. ইসমাইল গোপন সংবাদের সঙ্গীয় ফোর্স নিয়ে শনিবার ৩০ জুলাই সকাল সাড়ে ৫ টায় বাড়ির কামালের বসত ঘর তল্লাশী করে ৪০০ গ্রাম গাঁজা সহ কামালের বউ সুমাইয়া বেগম কে আটক করে একই সাথে । মাদক মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি তার শশুর মোঃ আঃ রশিদকে আটক করা হয়।
এদিকে একই দিনে ভোর সাড়ে ৩ টায় গোপন সংবাদের ভিওিতে বাসষ্ট্যান্ড রোড হোসেনের দোকানের সামনে থেকে ইয়াবা ক্রয় করে যাওয়ার পথে শহিদুল ইসলাম ওরফে সোহেল গাজি ১৫০পিস ইয়াবাসহ আটক আটক করে
ডিবি পুলিশ আরো জানান সোহেলে ভাই জুয়েল ইয়াবা গুলি বাস ষ্ট্যান্ড এর মাদক ব্যবসায়ি মুন্না থেকে ক্রয় করে ৫নং ঘাটে ইয়াবা কেনার জন্য অপেক্ষারত নুরু বেপারি, মোঃ সুজন, সঞ্জয় ঘোষসহ ৬ জনকে আটক করে।
সোহেলে দেখানো ও স্বিকারোক্তি মূলে ৫নং ঘাট পরিত্যক্ত রেললাইনের অন্ধকার নির্জন স্হান থেকে আটক করে।
তারা সকলে ইয়াবা সহিত জড়িত থাকায় তাহদের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করা হয়।