অভিজিত রায় ঃ
চাঁদপুরে ডিবির অভিযান চালিয় ৭ মামলার আসামী মাদক ব্যাসায়ী ফেন্সি জাকির (৪৫) আটক করেছে। তার বিরুদ্ধে চাঁদপুরের বিভিন্ন থানায় ডাকাতি, মাদকসহ বিশেষ ক্ষমতা আইনের মামলা রয়েছে। এসকল মামলার মধ্যে ২টি মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে। বিগত সময়ে র্যাব অভিযান চালিয়ে তাকে ধরতে ব্যর্থ হয়। গত রবিবার রাত ৯টায় ডিবির এসআই খন্দকার মোঃ ইসমাইলের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সদর উপজেলার মহামায়া বাজারের পশ্চিমে লোধের গাঁও এলাকার মনিরের বাসা থেকে তাকে আটক হয়। ডিবি সূত্রে জানা যায়, ফেন্সি জাকির হাজীগঞ্জ উপজেলার মাদক ব্যাবসায়ী দুলাল গাজীর কাছ থেকে ফেন্সিডিল ও ইয়াব এনে সমগ্র চাঁদপুর জেলায় বিক্রি করে। তার বিরুদ্ধে চাঁদপুর মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনের একটি মামলা রয়েছে যারনং-৬। মতলব দক্ষিণ থানায় জিআর মামলানং-৬, কচুয়া থানায় মামলানং ৩৭৯/১১, হাজীগঞ্জ থানয় মামলানং ৭৮/১০ এবং মতলব উত্তর থানায় একটি নিয়মিত মামলা রয়েছে। আটক ফেন্সি জাকিরকে গতকাল চাঁদপুর আদালতে সোপর্দ করা হয়।