শাহরিয়ার খাঁন কৌশিক ॥ চাঁদপুরে ডিবি পুলিশ পরিচয়ে ৩ যুবকের কাছ থেকে সর্বস্ব ছিনতাই করে পালানোর সময় ছিনতাইকারীকে স্থানীয় জনতা হাতেনাতে ১ ছিনতাইকারীকে আটক করেছে। পরে পুলিশকে খবর দিলে নতুন বাজার ফাঁড়ির এটিএসআই সুর্দশন কুড়ি ও রফিক ছিনতাইকারীকে আটক করে থানায় নিয়ে আসে। শনিবার বিকেল সাড়ে ৫টায় চাঁদপুর আদালতের পিছনের হাজী বাড়ির সামনে থেকে ছিনতাইকারী হানিফ বেপারী(২৫)কে আটক করে। জানা যায়, সদর উপজেলার হানারচর ইউনিয়নের হরিনা বেপারী বাড়ির আবুল হোসেনের ছেলে হানিফ ঘটনার দিন বিকেলে আদালতের পিছন দিয়ে যাওয়ার পর নির্জন জায়াগায় ওৎ পেতে থাকে। এ সময় হাজিগঞ্জ দোয়ালী গ্রামের জুলাস, আজাদ, মহসিন যাওয়ার সময় সেই ছিনতাইকারী হানিফ নিজেকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে তাদের দেহ তল্লাশী চালিয়ে ৩টি মোবাইল ও টাকা ছিনতাই করে পালিয়ে যায়। যুবকদের ডাকচিৎকারে আস পাশের লোকজন এসে ছিনতাইকারীকে আটক করে পুলিশকে খবর দেয়। পরে নতুন বাজার ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছিনতাইকারীকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
শিরোনাম:
রবিবার , ২৪ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিষ্টাব্দ , ৯ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।