মিজানুর রহমান রানা /এম.এ আকিব
চাঁদপুরে ডিবি পুলিশের অভিযানে ৬ কেজি গাঁজাসহ ৩ জনকে আটক করা হয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় ৯ হাজার টাকা।
গতকাল শনিবার দুপুরে ডিবির উপ-পরিদর্শক মো. সিরাজুল ইসলামের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে বোগদাদ বাসে তল্লাশি চালিয়ে শাহরাস্তি উপজেলার উয়ারুক মুতাবাড়ির সামনে থেকে ৬ কেজি গাঁজা সহ কুমিল্লা কোতওয়ালী থানার শরীফপুর খলিফাপাড়ার মৃত আবদুল আজিজের ছেলে আলম (২৬), চাঁদপুর সদর উপজেলার মধ্যতরপুরচণ্ডী সেনের দিঘির পাড়ের মৃত ইয়াসিন খাঁর ছেলে কলমতর খাঁ (৪৫) ও ফরিদগঞ্জ উপজেলার চির্কা চাঁদপুর মিজি বাড়ির মৃত আলী মিজির ছেলে মো. মফিজ (৪৬) কে আটক করা হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, ডিবি পুলিশের নিয়মিত তল্লাশির অংশ হিসেবে শনিবার দুপুরে শাহরাস্তি উপজেলার উয়ারুক মুতাবাড়ি এলাকায় বোগদাদ বাসে করে সম্পূর্ণ অভিনব কায়দায় মরিচের বস্তায়, বাজারের ব্যাগ ও গায়ে বেঁধে গাঁজা পাচার কালে এদেরকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে ডিবি পুলিশের উপপরিদর্শক মো. সিরাজুল ইসলাম বাদী হয়ে শাহরাস্তি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
শিরোনাম:
বুধবার , ৩০ এপ্রিল, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১৭ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।