শাহারিয়ার খান কৌশিক ॥
চাঁদপুরে ডিবি পুলিশের গাড়িতে ডাকাতির চেষ্টাকালে ২ ডাকাতকে হাতেনাতে আটক করা হয়েছে। বৃহস্পতিবার ভোড় ৫টায় কচুয়া আশ্রাফপুর বাজার এলাকার মহাসড়কে এ ঘটনা ঘটে। এসময় সুফিয়ান (৩৩) ও আবুল বাসার(৪০)নামে ২জন ডাকাতকে আটক করে ডিবি অফিসে নিয়ে আসে।
জানা যায়, ডিবি পুলিশের এসআই ইসমাইল খন্দকার ও এএসআই আহসানুজ্জামান লাভু সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযান শেষে ফেরার পথে কচুয়া আশ্রাফপুর ইউনিয়নে এক দল ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে রাস্তার উপর অবস্থান নেয়। এসময় তারা ডিবি পুলিশের হাইস গাড়িটি বিদেশ থাকা আসা যাত্রী মনে করে গতিরোধ করে। ডাকাতদল গাড়িটি থামিয়ে ভিতর থেকে যাত্রী ভেবে ডিবি পুলিশকে গাড়ি থেকে নামতে বলে। তাৎক্ষনিক গাড়ি থেকে নেমেই ডিবির এসআই ইসমাইল গাড়ি থেকে নেমে ২ ডাকাতকে হাতেনাতে ধরে ফেলে। বাকি ডাকাতরা ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের সাথে থাকা দেশীয় অস্ত্র নিয়ে পালিয়ে যায়। এ ঘটলনায় আটককৃত আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরন করে। আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেলা কারাগারে পাঠিয়ে দেয়। এলাকাবাসীরা জানায়, কচুয়া আশ্রাফপুর এলাকায় বিছুদিন পর পর এ ডাকাতদল চক্রটি বেশ কিছু ডাকাতির ঘটনা ঘটিয়েছে। তারা মানুষদের ভয়ভীতি দেখিয়ে অস্ত্রের মুখে সবকিছু ছিনিয়ে নেয়।
ডিবির এসআই ইসমাইল জানায়, মাদক বিরোধী অভিযান শেষ করে চাঁদপুরের উদ্দেশে আসার সময় কচুয়া আশ্রাফপুর এলাকায় একটি ডাকাত দল যাত্রী ভেবে আমাদের গাড়ি থামায়। এসময় গাড়ি থেকে নেমে তাদের হাতেনাতে তাদের আটক করি। আটক আসাামিরা জানায়, কচুয়া রহিমানগরের ডাকাত সোহাগ ওরোফে হুন্ডা সোহাগের নেতৃত্বে বেশ কয়েকজন মিলে এই ডাকাতির চেষ্টা করা হয়েছে। এর পূর্বে সোহাগ বেশ কয়েকটি ডাকাতির ঘটনা ঘটিয়েছে।