শাহরিয়ার খাঁন কৌশিক ॥ চাঁদপুরের পুলিশ সুপারের নির্দেশে জেলা গোয়েন্দা পুলিশের পৃথক অভিযানে ১৭পিচ ইয়াবা ও ছিনতাইয়ের অভিযোগে ৫জনকে আটক করেছে। গতকাল বুধবার সন্ধা থেকে রাত পর্যন্ত ডিবির ইনচার্জ মোঃ আলমগীর হোসেনের নেতৃত্বে এএসআই আহসানুজ্জামান লাভু সঙ্গীয় ফোর্স সহ শহরের বিভিন্ন স্থান থেকে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। জানা যায়, সদর উপজেলার তরপুরচন্ডী আনন্দবাজার নদীর পাড়ে সন্ধায় ডিবি পুলিশ অভিযান চালিয়ে মাদক বিক্রেতা শাহজাহান ছৈয়াল(৫৫)কে ১৫পিচ ইয়াবা সহ আটক করে। সে তরপুরচন্ড এলাকার ছৈয়াল বাড়ির মৃত গনি ছৈয়ালের ছেলে। সে এর পূর্বে ৩বার ইয়াবা ও গাঁজা সহ আটক হয়ে জেল হাজত খেটে, জামিন পেয়ে পূনরায় এ মাদক ব্যাবসা লিপ্ত হয়। এছাড়া ডিবি পুলিশ প্রফেসারপাড়া মোল্লাবাড়ি রোডে অভিযান চালিয়ে সন্ধা ৭টায় ২পিচ ইয়াবা বিক্রিকালে মৃত জামাল দর্জির ছেলে মোঃ বাদল দর্জি(৪০)কে আটক করে। এদিকে রাত ১০টায় শহরের আক্কাস আলী রেলওয়ে এলাকায় অভিযান চালিয়ে ৩নং কয়লা ঘাটের জুয়ারি নেতা আরবআলীর ছেলে আরিফ বেপারী(২০),আরিফুল ইসলাম মনা(১৯) ও আরিফ শেখ(১৯)কে আটক করে। তাদের সাথে ইয়াবাসেবনের সরঞ্জাম পাওয়া যায়। এদের বিরুদ্ধে এর পূর্বে মাদক মামলার ওয়ারেন্ড রয়েছে। এই ঘটনায় ডিবি পুলিশের পৃথক মামলা দায়ের করা হয়েছে।
শিরোনাম:
বুধবার , ১১ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৭ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।