স্টাফ রিপোর্টার:: কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী -নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার প্রতিবাদে চাঁদপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৭ মার্চ) বিকাল ৫টায় শহরের শপথ চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করে সম্মিলিত সাংস্কৃতিক জোট চাঁদপুর জেলা শাখা।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, সংগঠনের জেলা শাখার সভাপতি এডভোকেট বদিউজ্জামান কিরন, চাঁদপুর ড্রামার সভাপতি খায়রুল ইসলাম বিল্লাল, অনন্যা নাট্যগোষ্ঠীর সভাপতি সাংবাদিক শহীদ পাটওয়ারী, সম্মিলতি সাংষ্কৃকিত জোটের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা অজিৎ সাহা, সদস্য অধ্যক্ষ রুমা সরকার।
এ সয়ম সাংস্কৃতিক কর্মী পিযুষ কান্তি রায় চৌধুরী, ডাঃ পিযুষ কান্তি রায়, কল্পনা সরকার, মৃনাল সরকার, কৃষ্ণা সাহা, বাষুদেব মজুমদার, পলাশ দে ও চাঁদপুর জেলা মহিলা পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, তনু হত্যার সুষ্ঠু বিচার হউক। অবিলম্বে হত্যাকারীদের আইনের আওতায় এনে বিচার করার জন্য সরকারের কাছে দাবী জানান। ধর্ষনকারীরা যেন আইনের ফাঁকে বের হয়ে যেতে না পারে সে জন্য আইন শৃংখলা বাহিনী ও সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানান। নারীরা মায়ের জাতি, তাদেরকে ভোগের চোখে না দেখে মায়ের চোখে দেখার জন্য বলেন বক্তারা। বক্তারা এ ঘটনার তীব ্র্র প্রতিবাদ ও নিনদা জানান।